Aila

Houses were floated away and much person died. We can believe that we are alive…

Aila Victim

Testimony in Relief Line

So many people had been died and all the houses flooded.

Siraj: Have you ever seen this kind of devastating storm?

No, I have never seen such storm like Aila.

Siraj: What is your name?

My name is Laily. At first, we had seen the water was coming under the bed of my home. Then water had flooded everything from our home. We have nothing now. We are having very tough time now. We have taken a shelter for this time only. There are number of families living on the roadside. You know, there was a mother with a child, has died and unfortunately we could not bury her body, we just covered her body.

Siraj: How did you notice that storm is coming?

We had seen that little water is coming through the pond and asked to each other that what is going on here. At that time, devastating storm had already cleared everything behind us. We could not expect that it would happen! It was our beyond expectation. Everything was submerged and we could not get out of our home. We did not have time to evacuate the house even.

Siraj: Do you know the quantity of salinity in the water after the Aila?

Oh, it is too high than normal quantity. In addition, the color of the water is black which leads to skin diseases. We have never seen such type of water before.

Siraj: Is there salinity in the tube well water also?

Tube well water is also affected after Aila storm by the fatal salinity. One tube well might be free of this out of thousand.

Siraj: How do you fulfill the need of fresh water for drinking and other household work?

There is fresh tube well water far way from our home. We need to go there for the fresh water. In addition, it is very tough job for us.

Siraj: Is trees are affected for this salinity?

There are plenty of trees died and become bitter.

Siraj: Where do you live now?

We live in the cyclone centre of a school.
অনেক লোক মারা গেছে, ভাইস্যা গেছে, ঘর-বাড়ি সব ভাইস্যে গেছে

সিরাজ: এর আগে এমন ঝড় দেখছেন?

এর আগে এমন ঝড় আর পানি দেখিনি। এই নতুন দেখছি।

সিরাজ: আপনার নাম কী?

আমার নাম লাইলি। প্রথম আমরা দেখতে পাইছি যে খাটের তল থেকে পানি আসছে। আমরা খাটের দিক তাকায় রইছি। এরপর দেখি পানি  এসে থালা বাসন সব ভাসায় নিয়ে গেছে। কোনো কিছু নেই এখন। আমরা খুব কষ্টে আছি এখন। এখন আমরা এক জায়গায় আস্তানা নিছি সেই জায়গায় থাকি কোনো ঘর বাড়িতে যাওয়ার কিছু নেই। আমরা কিছু পাচ্ছিও না। আমাদের অনেক কষ্ট। অনেক পরিবার আছে রাস্তার উপরে বাস করে। আর এক মহিলা ছিল বাচ্চা কোলে সে মহিলা মারা গেছে। সেই লাশ আমরা মাটি দিতে পারিনি। কোনোরকম কলার পাতায় বাইন্দে রাখছি।

সিরাজ: যেদিন ঝড় হইল আপনারা কেমনে টের পাইলেন?

আমরা দেখছি যে খাল দিয়ে অল্প অল্প পানি আইছে। কই এত পানি আসে কেন! পিছনের দিক এত তাকাইনি। পিছনের দিক এত তুফানে বাড়ি বাড়ি দিয়ে দিয়ে সব নিয়ে গেছে। আমরা বুজতে পারিনি যে এমন হবে। আমাদের বাড়িতো খালপাড়ে! পিছনের দিকতে তুফানে বাড়ি দিছে তারপর টের পাইছি। দেখি যে গাছ উচা হয়ে গেছে, সব ডুবে যাচ্ছে। যখন এই পানি ঘরের মধ্যে চলে আইসে তখন আর বের হইতে পারতেছিলাম না। অনেক লোক বের হইতে পারেনি।

সিরাজ: পানিতে লবণ কী পরিমান?

আগের থেকে অনেক লবণ বেশি এখন। আর কালো পানি। আর গায়ে লাগলে জ্বলে। আমাদেও চুলকোনি হইছে। এইরকম লবণ পানি আগে দেখিনি।

সিরাজ: কলের পানির মধ্যেও কি লবণ আছে?

আছে। হাজারকার একটা ভাল আর সব খারাপ।

সিরাজ: আগে এমন ছিল?

না, ছিল না। যে কলের পানি মিষ্টি খায়েছি সেটা এহন লবণ হয়ে গেছে। এক বছর বা ছয় মাস আগেও ভাল ছিল।

সিরাজ: এখন এই পানির সমস্যা কেমনে মিটান?

সে দূরে দূরে অনেক কল আছে সেইখান থেকে নিয়ে আসতি হয়, খুব কষ্ট হয়।

সিরাজ: এই লবণ বাইরা যাওয়ার কারণে কি গাছ-পালা মইরা গেছেনি?

প্রচুর গাছ-পালা মরে গেছে। কোনো গাছই তো নেই। সব মরে গেছে। যা গাছ আছে তাও সব তিতা হয়ে গেছে।

সিরাজ: এখন থাকেন কই?

ঐ সাক্লোন সেন্টার স্কুলে। পড়নের কাপড় ছাড়া আর কিছুই বাইর করতে পারি নাই।  সব ভাইস্যে গেছে। মানুষ হাত ধরে টাইনে ধরছে তাই বাইচেছি।

Houses were floated away and much person died. We can believe that we are alive…2018-11-28T07:17:47+00:00

The catastrophic flood was happen! We faced the fear of destroy!


Rofiqul Islam l Shifoltola l Bagerhat

Before Aila storm, we thought it might be a normal storm like before as natural disaster attacks in southern part. However, the early warning signal was significant but we could not understand that devastating storm was going to attack at this area. We expected, this storm would have moved to Cox’s Bazar but from 10 am, morning storm was getting started seriously. Then from 3 to 3:30 pm onwards, the river water had got to start coming through very fast towards us, so we had got to understand that something is going to happen very bad and destructive with us and we had decided to return to our own destinations. The salinity of the water was fatal. All the tress of this area has destroyed after the Aila storm. Shrimp cultivation field has been destroyed and all the houses had fallen down. Domestic animals have died and the environment of the area was degraded. Crops have also destroyed. Our key source of the livelihood is shrimp business. All the shrimpfish was also floated.

আইলা শুরু হওয়ার আগে প্রথম প্রথম তো আমরা ভাবছিলাম যেভাবে দক্ষিণ এলাকায় ঝড়-বৃষ্টি আসে সেইধরনেরই কিছু কিন্তু সংকেত ছিল বড় আকারের, আমরা তো বুঝতে পারিনি যে এদিকটাই হবে। আমরা ভাবছি যে কক্সবাজার বা অন্যদিকে এই ঝড় চলে যাবে আশা করছিলাম। কিন্তু আস্তে আস্তে বাতাস বাড়তে বাড়তে ১০ টার দিকে খুব জোরালোভাবে ঝড় শুরু হয়। এরপর ৩ টে সাড়ে ৩টার দিক থেকে নদীর পানি এমন বেগে আসা শুরু করল যে, সেইসময় বুজা গেল বড় আকারের কোনো ধংসাÍক কিছু হবে; বুঝতে পেরে আমরা যার যার গন্তব্যস্থলে যাওয়া শুরু করি। এবং এই পানির লবনাক্ততা ছিল কঠিন আকারে। আমাদের গ্রামে আইলা আসার পর গাছ-পালা ধংস হয়ে গেছে একদম। ঘের গুলো ধংস হয়ে গেল। এলাকার লোকজনের কাঁচা ঘর-বাড়ি অধিকাংশ সব পড়ে গেল। পরিবেশের বিপর্যয় কঠিনভাবে হল বিশেষ করে গবাদি পশু, গরু-ছাগল সব মারা গেল। মানুষের ভিতর কেমন জানি আতংক ছড়ায় পড়ল। ফসলাদি যা ছিল তাও নষ্ট হয়ে গেল। আমাদের মেইন স¤পদ এই দক্ষিণ এলাকার হচ্ছে চিংড়ি। ফসল কম হয় কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা হয়। এগুলো সব আইলার পানিতে ভেসে গেল।

The catastrophic flood was happen! We faced the fear of destroy!2018-11-28T07:17:44+00:00

Suddenly water come and flooded all things! We were surprised! Josim l Shifoltola l Bagerhat

I am doing business with my boat. I went to the shrimp cultivation field with my boat at Rampal to collect some of my owing money. Suddenly, I had seen that the sky was getting cloudy and the weather was getting bad. I live in Dogortola village in Morolganj union. Anyway, then I saw water was overflowing. We had four and half million shrimp at that boat. I sold those to the shrimp businesspersons and they were setting the fish into the cultivation field but water was overflowing gradually, so fish were going out. Then in 10 to 15 minutes, whole area had been inundated with water. Look at this road, houses, shrimp cultivation field was submerged and destroyed everything here. Therefore, we the boatmen got scared of, came to the marketplace, and moved to a hotel in Bagerhat and there I stayed the night. After that, I went to the CNG road at Mongla and saw that everything was inundated. I did not get anyone there, only a journalist was there, and he took my interview regarding this disaster. Aila storm destroyed all the shrimp cultivation fields, and the drinking water in Rampal and Bagerhat. Devastating Aila took many things from us. We did not get our money from the shrimp businesspersons at all. It was an enormous loss for us. So, it was Aila storm and its severe affect.

আমি বোট নিয়ে ব্যবসা করতেছি। কিছু টাকা ঘেরে বাকি পরছিল তা উঠাতে ঘেরে গেছিলাম রামপালে। হঠাৎ  করে দেখি মেঘলা মেঘলা আকাশ হয়ে আবহাওয়াডা খারাপ হইয়া গেছে। আমি এখানে রামপাল থেকে মোড়লগঞ্জ ইউনিয়ন হয়ে ডোগরতলা গ্রামে যাই আমি এখানেই থাকি। তো হঠাৎ করে দেখি যে পানি আস্তে আস্তে বাড়তেছে। আমাদের ঐ বোটে সাড়ে ৪ লাখ মাছ আসছে। মাছ বিক্রি করার ফাকে ফাকে ঘেরে মালিকে মাছ ছাড়তেছে। কিন্তু মাছ ছাড়তে না ছাড়তেই ঘের তলায় যাইতেছে। এইভাবে দেখি যে ১০-১৫ মিনিটের মধ্যে সমস্ত এলাকাডা পানিতে থৈ থৈ হয়ে গেছে। এই যে এই রোডটা দেখেন না। এই রোডটা একদম তলায় গেছে এবং ঘেড় বাড়ি একবারে সব নি:শেষ হয়ে গেছে। তারপর আমরা ভয়ের কারনে বোট নিয়া এখানে একটা বাজার আছে বাজারের কাছে চলে আসছি। বাজারের কাছে আসার পর আমরা সব বাগেরহাট হোটেলে চলে গেছি। আমি ওখানে রাতে হোটেলে অবস্থান করছি। পরে টাকা আনতে বাগেরহাট হোটেল থেকে সিএনজি রোড মংলা হইয়া মংলায় গেছি যাইয়া দেহি যে সব তলায় গেছে পানিতে। ওখানে কোনো মানুষ আর পাইলাম না একজন সাংবাদিক আসছে। সে আমার সাক্ষাৎকার নিছিল। এলাকার সব ঘের নষ্ট হইয়া গেছিল। আইলাতে এই রামপাল, বাগেরহাটে এমন বিষাক্ত পানি আসছে যে ঘেরের মাছ আর পানি এমনিতেই নষ্ট হইয়া গেছে। আইলায় এই এলাকায় অনেক ক্ষয়-ক্ষতি হইছে। এই কারনে ঘেরের মালিকরা আমাগো অনেক টাকা দিতে পারে নাই। আমাদেরো অনেক টাকা কালকশন বাকি রইয়া গেছে। তাই তাদের সাথে আমাগো অনেক ক্ষতি হইছে।

Suddenly water come and flooded all things! We were surprised! Josim l Shifoltola l Bagerhat2018-11-28T07:18:07+00:00

The raindrops were like fireball! The body was burningly insured! Amena Banu l Shifoltola l Bagerhat

Amena Banu was telling her experience, wind was getting so furious before the Aila storm. Around eight or nine pm, the storm started and the raindrops were like fireball. If it touches our body, we felt like it is burning our skin. As my daughter had been having fever we moved to other place and after coming back, we saw that nothing was there at my home. My house had been ruined seriously and everything was just destructed. We have never seen such flood on this road. Nevertheless, now it is usual in this road. Now I have only a piece of land only for my livelihood.

Question: Does the salinity in water affect in your daily life?

All the trees are dead. Nothing is alive and cultivable now. So I am getting poorer. I had no cloth for wearing myself. It was a great loss for me. I had nothing. I have lost everything I had. When the wave was getting more strong and higher I instantly took a side behind the tree. After Aila storm, I took shelter in a place and after the storm military came and I got relief from them. They gave me 5000 taka for resilient my house. Now I live hand to mouth.

ঝড় উঠলে পিটপিট করে বাতাস বইতে লাগে। রাত আট-নয়টার দিকতে সেইত ঝড় আর ঝড়, আগুনের মত বৃষ্টি। সেই বৃষ্টি গায়ে পরলে ঠুসা পরে। সকালে আমার মেয়ের চলটা মারলো দোপরের পর থেকে জ্বর আরাম্ভ হলো, তার পরের দিন জ্বর ছাড়ে । জ্বর ছারায়া আমারা বাড়ি আসলাম। আইসা দেহি কিচ্ছু নাই। বিটেবাটা কিছু নাই সব দুয়ে গেছে। এই জায়গায় কোনদিন জল উঠে না। আজ কয় বছর ধরে জল উঠে। এখন আমার অল্প একটো জমি আছে লাগাই পাগাই খাই।

প্রশ্নঃ আইলার পানিতে যে লবণ ছিলো ঐ লবণটা কেমন ক্ষতি করছে।

গাছ গাছালি সব মরে গেছে কিছু আছে নাকি। কিছু নাই। আমার অভাব কাটে না। বেপক ক্ষতি হয়ছে, কিচ্ছু ছিল না। কাপর-চুপর কিচ্ছু ছিল না। ঐ সময় ঐ ঘর-দোয়ার কিচ্ছু ছিলনা।যখন বড় ডেউ তখন ঐ বড় গাছের আড়ালে আমি। গাছের আড়ালে ডোকে গেলাম। ঐ তার পরে আবার মেলেটারি আইলো, যাদের যম্মের ভিটা গেলো তাদের ৫০০০টাকা দিলো আমারেও দিলো। যা গোছাই তাই খাই এইভাবে দিন যায়।

The raindrops were like fireball! The body was burningly insured! Amena Banu l Shifoltola l Bagerhat2018-11-28T07:18:33+00:00

Voice of Aila Victims

Cyclone Aila, the storm with saline water flood was the second strong tropical cyclone, caused extensive damage in India and Bangladesh. On 27 May 2009, 330 people have been killed by Aila, and at least 8,208 more are missing, while about 1 million people are homeless.

Voice of Aila Victims2020-03-09T11:27:52+00:00

Aman | Victim Shopkeeper, Koiera

I have never seen such a flood and storm! The street was filled with up to 9to 10 inches of water before but this time it rises up to 4 to 5 feet high!

Aman: That day, I was not at home. After coming to my home, I saw everything was flooded, only my children were saved with my wife’s life investing efforts!

Question: How high the water rose?
Aman: I saw the water flows over this main road. This place is the highest land/road of this area. We used this road sometime to take shelter during flood and other disaster. But this time, this road was also over flowed! My family took shelter in Upazilla office. Now we are here to receive relief.

Question: Have you ever seen such disaster before?
Aman: No, I have never seen saline water flood with storm. Before water flows only with up to 9 to 10 inches high from the road; but this time the flooding with up to 4 to 5 feet higher. All things are now capsized under water. During Nargis and SIDR also such way water did  not come. That time, the storm was only with strong wind, but this time storm wind with saline flood has come together! Catastrophic disaster!

ক্ষতিগ্রস্থ আমান েদাকানদারের আইলা অভিজ্ঞতা

সেদিন আমি বাড়িতে ছিলাম না। পরে আসে আমি দেখেছি সব প্লাবিত। কেবল সবাই জীবনবাজী রেখে শিশুদের জীবন রক্ষা করেছে।

আমান: না, আমি পূর্বে এমন বন্যা আর ঝড় এক সাথে দেখি নাই। আগের ব্ন্যা গুলোতে রাস্তা থেকে মাত্র ৯-১০ ইঞ্চি পানি হতো; কিন্তু এই সময় এই রাস্তা থেকে ৪-৫ ফুট উচ্চু পানি হইছে। এখন সবকিছু পানির নীচে। নাগিস আর সিওডর এর সমযও এমন পানি আসে নাই। যে সময় শুধু ঝড় হইছিল। কিন্তু এইবার ঝড়ের সাথে সাথে বন্যা , তাও আবার নোনা পানি।

সিরাজ: পূর্বে কি আপনি এমন ধরনের বিপর্যয় দেখেছেন ?
আমান: আমি এই প্রধান সড়ক থেকে একটু উপনে পানির স্রোত দেখেছি. এমন উচুঁ দেখি নাই। এটি এই এলাকার সর্বাধিক উচুঁ জায়গা। উচ্চু বলে এখানে আমরা বন্যার সময় আশ্রয় নেই। আমার পরিবারের সবাই, উপজেলা অফিসে আশ্রয় নিয়েছে। একটু রিলিফ পেয়েছি, বেশ ভালো লাগছে।

Aman | Victim Shopkeeper, Koiera2018-11-29T05:02:15+00:00
Go to Top