Climate Radio

Voice of victims from Bangladesh

Climate Orphans in Bangladesh

climate-orphan

Transcript from Bengali language:
( Duration: 5.00 minutes, MP3 version )

Sidr and Aila are the most recent catastrophic disasters  because of climate change in Bangladesh. In the year of 2007 and 2009 these two catastrophic storms with flood killed at least 3770 people and affect thousand arcs agricultural land which has been merged by saline water, however, limitless damage has been happened in both nature and life. The most victims of these disasters are poor children who lost their parents during storm.

Gabtola and Bogirdosghor ( Shoronkhula ) are two villages of costal district Bagharhat of Bangladesh. Both Sidr and Aila strom crudely attacked these two villages. More than 50 children have lost their parents in  these two villages! They are now orphan, climate orphan. Lily is one of them.

– Voice of Lilly

“When water was coming, I went out of house and started running with my full energy towards cyclone centre! I was feeling like the way was not finishing! On the way, water pushed floated me and I started swimming! I saw; beside me, one girl is floating! I thought she is dead! Then I touched and said, are you alive ? She said, I am alive, I am Maksuda! Are you Lilly? Please hold my hand, do not leave me! I have lost everybody! Wherever I go will take you with me, so please follow me! I will also follow, Alright? Then I followed her to save my life! During storm, there was rain with big raindrops! I was injured with the big raindrops! During swimming I felt, I am having nightmare!

– Narration

Like other children, she also did not know the reasons of climate change, reasons of storm with flood! She only knew, her parents died during storm! She also returned from the door of death! She now lives with her widow poor grandmother. Her grandmother testimony is

“Just before a while of the storm  whole River was pour! No water! Suddenly huge water came with big wave, pushed and overlaps around! To see the lightening bolt and clouds in the sky we assumed the storm is coming, we were hearing the roar of the sea! Just after the water wave came, pushed our house and broken most of all! After that, I do not know what was happen! I was senseless! In the early morning, I was feeling the storm would be stopped! I was hearing, the sound of names calling around with tears! Everybody was calling his or her missing relatives! I had lost Lilly and Rakibul from my hand! Then I also felt to search and started to call! However, I did not get any response! Suddenly I found both my brother and sisters together beneath a tree! Everybody was  half-naked! There was no house, whole environment became plain-land with massacres! In the 5 days after disaster, I found Lilly’s mother under a tree but could not find her father! The death body was swelling up! We could not make funereal properly….

– Narration

Her younger brother Rakibul also could save life! As he was a little boy, cannot remember all but try to recall that bitter experiences

– Rakibul’s voice
“I was alone in the road! When water came, I jumped to save my life! The road also was covered by water! After that, rescue team came and save me!…”

– Narration

Although Lily is an orphan but did not lose hope to live life! She lives in a broken hut with grandmother! She lives with dreams, regularly goes to school and singing song…

– Lily is singing Bangla folk song

Narration: Jahangir Alam

Script: Shahjahan Siraj

Production Associates: Sujit K. Paul


জলবায়ূ এতিম – সবর্হারা লাইলীর জীবন কাহিনি যে ঝড়ে তার বাবা মা দু’জনকেই হারিয়েছে!

জলবায়ূ পরিবর্তনের ফলে ঘটে য্ওায়া দূযোগের মধ্যে সিওডর আর আইলা বাংলাদেশে ঘটায়  সবচেয়ে বড় ও ক্ষতিকর প্রলয়ংকারী ঝড়। ২০০৭ এবং ২০০৯ সালে এ দুটি ঝড়ে ৩৭৭০জনমানুষ প্রাণ হারিয়েছে , হাজার হাজার বিগা জমি লুনা পানিতে তলিয়ে গেছে, সম্পদ আর প্রকৃতির হয়েছে অপূরনীয় ক্ষতি। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে দরিদ্র সে সব শিশুর যারা র্দূযোগে মা – বাবা দুজ’নই হারিয়েছে।

বাংলাদেশে উপকুলীয় জেলাবাগেরহাটের গাবতলা ও বগি দশঘর এই দুটি গ্রামেই আইলা আর সিউডর দুইবারই বিপুল ভাবে ক্ষতিগ্রস্থ হয়। ৫০ জনের মতো শিশু মা বাবা হারিয়ে আজ এতিম, জলবায়ু এতিম। এমন একজন জলবায়ু এতিমের নাম হচ্ছে লাইলি” ।

অন্যান্য শিশুর মতো সেও জলবায়ু পরিবর্তনের কারণ জানে না, জানে না কেন বন্যা সাথে সাথে ভয়ংকর ঝড় হয়। তার  কোন অভিযোগ নেই। সে শুধু জানে ঝড়ে তার বাবা মা মারা গছেে । সে নিজেও মৃত্যুর হাত থেকে বেচে এসেছে। সেই দিনের অভিজ্ঞতা লাইলী বর্ননা দেয় এভাবে।

আমার হেই চাচা আযান দেয়, কাঁনদে আর আযান দেয়। চাচায় কই কি জানি গরমগরম লাগে। এটা বলার পর চাইয়ে দেখি নীচে পানি। মায়ে আবার কইছে ভুবুুরে, আমি যাই, আমার ভাইয়ের পোলা দুইটারে দিয়ে গেলাম তোমার কাছে, তুমি দেইখ – এর পর মায়ে লাফ দিছে। আমার ভুবু গাছের তল চাপা পরছে, চাপা পরছে পর আমার ভাই ছোইটা গেছে। হের পর আমার ভুবু কই তুই আমারে ছাইড়াদে, দাবী দোয়া রাহিসনা- তুই আমারে ছাইরে দে আমি বাচুম না। তার আমি কই না ভুবু তুমি যতখন আছ আমি তোমারে ছাড়–ম না, আমি ভুবুর চুল ধইরে রইছি। আমি তোমারে ছাড়–ম না, তুমি মরলে আমিও মরমু। এর মধ্যে পানিতে আরও ভইরেগেছে আমরা কাঠের উপর দিয়ে বাইরে গেছি। এর পর আমি আমার নানির হাতের থেকে ছোইটা গেছি। এমন দৌড় দৌড়াইছি, আমার মনে হয় সাইক্লোনে গেছি। কিন্তু দৌড়াই পথ আগাইনা, জাগারতা আমরা জাগায়। আমি ধরছি এক মহিলারে, তার চুল ধরছি। সে আমারে কামড় মারছে এর পর আমি ছাইড়ে দিছ্ ি। তার পর আমরা দৌড় দিছি। এর মনে হয় আরা বাচমু না আমি হাত পা ছাইরা দিয়ে বাসন লইছি। এর পর দেহি একটা মেয়ে ভাইসে যায়, আমি মনে করছি মরা। তারে আমি থাবা দিয়ে ধরছি, কই তুই মরা না জেতা। হে কই আমি মরা না আমি মাকছুদা। হে কয়, তুই কি লাইলী। আমি বলি হ। কয় তুমি না মোরে ছাড়বিনা। মুই (আমি) সবাইরে ছাইরে আছি, তুই)মোরে (আমারে) ছাড়বিনা, আমি যেথাই যাই তুই মোর লগে লগে আবি। আর তুই যেখানে যাস আমি তর লগে লগে যামু। এহন মাইয়াটা যদি ছোইটা যায় আমি মাইয়াটার লগে লগে যাই আর আমি যদি ছোইটা যাই মাইয়াটা মোর লগে লগে যায়। আর একটা ফোটা পরে হাই সওয়া যায়না বড় বড় পিঠে ব্যথা পাই। আমি যত সাতার কাটছি ভাববো যে আমি স্বপ্নের যরে।

এখন সে তার বিধুবা দাদীর সঙ্গে চরম দারিদ্তায় বাস করে। তার দাদী বলেন,

কোন পানি নদীতে নাই, একবারে শোকয়ে ভাজা ভাজা হয়েগেছে। ঐ জাপ কইরে পানি টা লয়ে গেছে আর ফস কইরে পানিটা উঠাইছে। এই খিইছে ধাবার আর বাতাস মোচুড় মোচুড় খালি ভাংগে গাছ গাছালি। এতির মধ্যে শোনছি শোন শোন কইরে ডাকতেছে ঐ পানি আয়। শোন শোন কইরে ডাকতেছে., ডাক দিয়ে যে জোড়ে পানি আইছে হে চোড়ে ঘর পাডার উপর থেইকা নামায় ফালাইছে। এই মোরা সবাই লাফ দিছি । লাফ দিছিতো আ কিছু কইতে পারি না, হের পরেযে কি হয়েগেছে কিছু কইতে পারি না। নাতি পুতি কই আর আমি কই তে পারি না। ফজরের সময় যখন পশ্চিমা বাতাস ছাড়ছে হেই সময় সবাই, শোনি কান্দাকাটি চিড়ে চিড়ে, এদিক ওদিক কান্দে আর মাইয়া পোলারে বোলায়। হেই সময় আমার হোশ হইছে যে মুইতো বোলাই দেখতে পারি ওরা আছেনি

কোনখানে। আমি বোলাই এই লাইলী এ রাকিবুল এ ইলিয়াশ ব্লোাই। কিন্তু এরা সারা দেয়না। এরা তিন ভাই বোনে একটা বয়ছে, কেমনে উঠছে আমি কইতে পারিনা। তিন ভাই বোন এক ডালে উঠছে। ঐ নাতি মোরে কইছে আমি তিন চারজনরে ধরছি, আমারে ছিড়ে মাইরে ফালায় দিছে। পরনে কোন ব্যক্তির কোন কাপড় চোপড় নাই। যত মানুষ খালি পড়নে একটু ছায়া, কারো গায়ে বালাউজ, কারো একটু ছেড়া তেনা  কারো গায়েতো নাই। কোন জাগায়তো কিছু নাই। বাড়ি নাই ঘর নাই কিছু নাই সব সমান। ওর মায়েরে পাঁচদিনের দিন এখানে ধান গাছ। ধান গাছের মধ্যে চামবল গাছ পড়ছে, চাবল গাছের তলে। যাইয়ে দেহি গাছের তলে কোন ধরার কাইদা নাই। শোকনা মানুষ ফোইলা মোটা হয়েগেছে আর সব পইছেগেছ্।ে এই কাফন দিছে, কাফন দিয়ে সাইঝাইতেও পারি না ঠেইলে উপরে থুইয়ে কাফন দিয়ে ডাইকা থুইছে। যে সময় লাফ দিয়ে ঘর থেইকা পড়ছি করে ওরে পানি। কইছে ও মা তুমি লইলীরে রাকিবুলরে ধরি দিয়ে, তোমার কাপড় দিয়ে তোমার হাতে বাইন্দা নিও, মরও যদি তাহলে কয়েক জনে একখানে হয়ে মরতে পারও। তো হে সময়ও নাই বাধতেও পারি নাই নাতিগরে রাখতেও পারিনাই।

লাইলী এতিম হল্ওে সে জীবনের আশা হারায়নি। দাদীর সঙ্গে একটি কুড়ে ঘরে থাকে। আর বেছে থাকার স্বপ্ন দেখে, গান গায় , নিয়মিত স্কুলে যায়।

ফাঁনদে পড়িয়া বগা কান্দরে। ফাঁন পাইতাছে ফানদোয়া ভাই, পুটি মাছো দিয়া। ওরে পুটি মাছের লোভে বগা পরল উড়াল দিয়ারে।  ফাঁনদে পড়িয়া বগা কান্দরে।

Climate Orphans in Bangladesh2018-11-28T07:56:16+00:00

Site Map

 

AILA VICTIMS

 

SIDR VICTIMS

 

 

VOICE OF CIVIL SOCIETY AND POLICY MAKERS

 

 

  • Rahman Shaq’s Family – Story of Adaptation ( with English Voiceover )
    https://www.machizo.com/climateradio/likeducks

 

SPECIAL FEATURES

 

Note: more content will be published soon with Bangla and English text.

 

Site Map2018-11-28T07:56:59+00:00

Transcript


Voice of Aila Victims:
Aila, the storm with flood was the second strong tropical cyclone for climate change, did extensive damage in India and Bangladesh. On 27 May 2009, 330 people have been killed, and at least 8,208 more are missing, while about 1 million people are homeless.
STORY TELLER  VOICE DURATION
Rahman

|
{audio}climateradioonline/aila/victim-aila_rahman.mp3{/audio} 2.03 min
Hamida

|
{audio}climateradioonline/aila/victim-hamida-aila.mp3{/audio} 1.14 min
Abdul Gaffar

|
{audio}climateradioonline/aila/victim_aila_abdurgaffer.mp3{/audio} 1.11 min
Aman

|
{audio}climateradioonline/aila/victim_aila_aman.mp3{/audio} 4.44 min
Abdur Razzaque

|
{audio}climateradioonline/aila/victime-razzak-farmer.mp3{/audio} 2.48 min
Salma Aktar

|
{audio}climateradioonline/aila/salma.mp3{/audio} 4.28 min
Voice of SIDR Victims: Catastrophic storm SIDR strikes Bangladesh coastal districts Khulna-Barisal on 15 November, 2007. The storm with wave triggered heavy winds speeding at up to 180 kilometers per hour through Heron Point, Khepupara, Dublarchar and coastal areas adjacent to the Sundarbans. Thousands people lost life and vast area’s crop and house was massacres by the SIDR, a result of climate change.

Amena Khatun

|
{audio}climateradioonline/sidr/amena_khatun.mp3{/audio} 4.47 min
Shafiqul Islam

|
{audio}climateradioonline/sidr/md_shafiqul_islam.mp3{/audio} 1.08 min
Setu Akhtar

|
{audio}climateradioonline/sidr/miss_setu_aktar.mp3{/audio} 1.25 min
Rahim Sheikh

|
{audio}climateradioonline/sidr/rahim_sheikh.mp3{/audio} 6.02 min
Voice of Civil Society and Policy Makers on Climate Change 
Setu

|
{audio}climateradioonline/activist_setu.mp3{/audio} 9.41 min
Tanim Ahmed

|
{audio}climateradioonline/activist_tanimahmed_journalist.mp3{/audio} 13.27 min
Rahman Shaq’s Family

|
{audio}climateradioonline/ducks_water.mp3{/audio} 5.02 min

Kamal Uddin

|
{audio}climateradioonline/expert_kamaluddin.mp3{/audio} 14.19 min
Spoke Man

|
{audio}climateradioonline/government_environmentministry.mp3{/audio} 3.03 min
Hasan Mahmud

|
{audio}climateradioonline/government_hasanmahmud_geneva.mp3{/audio} 1:42 min
0.45 min
Sheikh Hasina

|
{audio}climateradioonline/government_hasina.mp3{/audio} 8:21 min

 

Transcript2018-11-28T18:47:30+00:00

Rahim Sheikh | Farmer, Tafal Bari,Bagharhat

I have lost all my crops, house and assets…

It was heavy rain with storm! I saw fire flames in the river. I thought, there was an electric fire in Bagarhat! After I have got confirmed, it was sparking of saline water wave in the river! People had said, just after that firing, the high water wave came! After SIDR on Thursday, I had come from Bhagarhat by walking and seen many dead bodies on the road! The roadside tree was broken catastrophically by storm! The houses were mashed up! Crop was destroyed! All were massacred, finished!

After arrival in home, I saw, my houses submerged  by saline water and covered by water hyacinth! High speed water current was moving down to river! I could not identify neighbors’ houses as plain land and river became one! With assumption, I moved around and find the cyclone center! In the house, there were nothing! I got confused in horror circumstance! I could not understand whether I should take care of injured people or cry! I had lost words! I was too shocked! Whenever people had come out from cyclone shelter, there was no food. Whenever we had got something, we have share with each other and eaten together!

The people with food stock, gave and shared with us cordially! From around country, many people came and helped us with food, medicine. Such way we had passed a number of days. There were no fruit in the tree, all were finished! On the way coming from Bagerhat, the roads were blocked with broken trees! Military came and cleaned the road so that vehicle could move smoothly! However, I had arrived around 4 PM in Morolgonj after long walk!

I had seen several dead bodies lying down in the road! Tree and road were seriously damaged! After ‘Tafal Bari’ ( place name), I had seen many dead bodies together ! River bank and house were become one with water level!

As the SIDR was happened in daytime, many people’s lives were saved, but if it was happened in night – nobody would be able to alive! We thought, it perhaps our last day of life ! God’s blessing, I am still alive!

রহিম শেখ, একজন আক্রান্ত কৃষক

খুব ঝড় আর বর্ষা, আর নদীর দিকে দেখছি আগুনের ঝলকির মতো। এইটা দেখার পর আমরা মনে করছি,বাগেরহটে কারেন্টের আগুন লাগছে। পরে শুনি যে, নদীতে আগুনের ঝলকির মতো দেখা যায়। এই ঝলকার মতো দেখার সাথে সাথে পানির স্রোতটা চইলা আইছে, এইডা শুনছি আর কি। হেরপর বৃহস্পতিবার দিন গতরাতে সিডর হইছে। আমি সেইদিন সকালে বাগেরহাট থেকে হাইটা আইসা দেখি, এলাকার বহু জায়গায়, লাশ আর লাশ। গাছ-গাছরা, ঘর-ঠর ভাইঙ্গা সমস্ত চৌচির হয়ে গেছে। আমি মনে করেছি যে এলাকায় আর কোন কিছু নেই। সব ফিনিস হয়ে গেছে।

বাড়িতে আসছি রাস্তায় দেখি কচুরিপানা, ঘর বাড়ী একবারে ডাইকা গেছে। জায়গায় জায়গায় রাস্তা দিয়ে পানির স্রোত নামতেছে। তারপর বাড়িতে আইহা দেখি, বোঝা যায় না, কোন বাড়ি কার! আন্দাজে খুঁজতে খুঁজতে পরে সাইক্নোন সেন্টারে যাইয়া দেহি অনেক লোক। পরে বাড়িতে চইলা আইছি, দেখি ঘর-বাড়ি ভেঙ্গে গেছে এবং গরু-বাছুর, হাস মুরগি, গাছপালা সব কিছু শেষ হয়ে গেছে। বলার মতো কোনকিছু নাই। লোকজনকে সমাদর করুম, না খুজুম, না চোখের পানি ফেলুম কিছুই বুঝতে পারছি না। এরপর কোন উক্তি আমাদের ছিলো রা। এত আশ্চর্য হয়ে গেছি। এরপর দেহি লোকজন আস্তে আস্তে বের হয়ে আসছে। খাবার তো নাই। যেখানে যা পাওয়া যেত, তা সবাই মিলে-মিশে খেতাম।

যাদের কাছে খাবার ছিল তারা খাবার দিত। অনেক দুর থেকে লোকজন ওষধ, পানি কিনে পাঠাইয়ে দিত। এভাবে কয়েকদিন চলে। গাছের যে ডাব-নারিকেল পেরে খাবো তাও ছিলো না। আমি বাগেরহাট থেকে হেটে আসার সময় দেখি, রাস্তায় গাছপালা পড়ে ভেঙ্গে আটকে গেছে। আর্মি বাইর হয়ে পাবলিককে বলছে , গাছগুলো একটু সরিয়ে দিতে, রাস্তা যাতে পরিষ্কার হয়। যাতে আমরা গাড়ি ছাড়াইয়া যাইতে পারি। লোকজন মিলেমিশে গাছ-ছাড়াই, কাটাই করে পরিষ্কার করে দেছে। গাড়ি মোড়লগনঞ্জ আইছে বিকাল ৪ টার সময় । এর আগে আমি ওই জায়গা দিয়া হাইটা নাইমা আইছি। আগাছের উপার দিয়া আইছি, নিচ দিয়া আইছি। এভাবে চইলা আইতে আইতে চারটা চল্লিশে আইছি মোড়লগঞ্জ।

রাস্তায় দুএক জন কইরা মরা মানুষ দেখছি। গাছ-ভাঙ্গা টাঙ্গা ও পানি দেখছি। খুব কষ্ট করে বাড়ী আইছি । রানদা আইছি, বিবস্ত্র অবস্থায়  লোকজন পইড়া থাকতে দেখছি । দেখি লোকজন একটু একটু কথা বলাবলি, চলা-ফেরা করতাছে। তাফালবাড়ি এপারে আইছি পরে দেখি, রাস্তার পাশে, এখানে ওখানে, মাঠে-ঘাটে লোকজন টাইনা লাশ শুয়াইয়াই শুয়াইয়াই রাখছে কতক মানুষ । আর তাছাড়া কতেক জায়গায় , বন্যায় মানুষ মইরা পড়ে আছে। মরা দেখতে দেখতে বাড়ি আইছি। বাড়ি আইছি পরে বাড়ি-ঘরের কোন চিহৃ কিছু নেই। নদীর পাড় ও বাড়ি এই গ্রামে।

নদীর ওখানে, অফদার পানি আস্তে আস্তে ছিটকে সড়কের উপর দিয়ে ছুইটা চইলা আইছে। তারপর আমরা ভাবছি সিডর এর চেয়ে বেশী কিছু (প্রবল ও ক্ষতিকর ) হয়ে যাবে। এমন স্রোত আর কোন সময় দেখা যায়নি। সিডরের সময় অনেকের বাড়ী চলে গেছি, আবার অনেকের বাড়িঘর ভালো আছে, কেউ আবার গাছে ছিল, কেউ আবার সাইক্নোন সেন্টারে গেছে। যদি পানি বেশি হয় এই ভয়ে, মনে হয়ছে এই বুঝি শেষ। পানি তুফানের মত একবারে গড়াইতে গড়াইতে আইছে। উচু হয়ে সমতল ভাবে আইছে। গাছপালা বাড়ি-ঘর, ভাইঙ্গা গেছে। সমতল ভাবে স্রোত চালাইতে চালাইতে আইছে। মনে করছিলাম যে, এর চেয়ে আর বেশি পানি হবে! কিন্তু না, দেহি যে স্রোতটা আর পানি একটু একটু কমছে।

সিওডর দিনের বেলা হইছে, তাই অনেকে সাইরা যাইতে পারছে। আর ওইটা ( আইলা ) তো রাএে হইছে তাই কেউ সাইরা যাইতে পারে নাই । অনেক মানুষ মারা গেছে। ওইটা এক মিনিটে অনেক উচু পানি হইছে। সিডর যে অইছে, তাতে েনানাপানিতে যা গাছ-গাছলা ছিলো সব মারা গেছে। আগে দুই-চারটা ডাব খাবার খাইতে পারতাম । আমাদের এই এলাকায় কৃষি আবাদ কম েগছে। প্রথম সকালে সূর্যে উঠলে যেরকম দেখায়, ওইরকম অনেকে নদীতে আগুনের মতো জ্বলতে দেখা গেছে। অনেকে ভেবেছিল , দুনিয়া বুঝি এই শেষ হয়ে গেল। কিন্তু আল্লা এখনো বাচাইয়া রাখছে।

Rahim Sheikh | Farmer, Tafal Bari,Bagharhat2018-11-28T18:50:49+00:00

Setu Akhtar | Climate Orphan, Shoronkhula, Bagharhat

I had asked my mom that, where is my father? Mother had replied, my father is not to be found out yet!

We were inside our house! After that we went in a room of cyclone shelter! My aunty said, water is coming! Just after her saying, water came and covered the road quickly with flash waves! My brother was died in cyclone center! I lost also my sister, and my father was washed way in water current from my mother loveshake < weeping >! One woman saved my life and gave shelter in a tree after collected me from the river bank! After that one person came and asked me , are you alone? I said, yes! He brought me in the shelter center from the tree shelter! From that cyclone shelter center, my grand mother brought me to my aunty. In that place, I met with mother. I asked mother, where is my father ? Mother said, we are not finding your father!
( The translation follow the talking of girl as she said to catch the emotion )

সেতু আক্তার, এক ভোক্তভোগী শিশু!

আমরা আমাগো ঘরে ছিলাম। তারপর আমরা বায়তুলে একটা ঘরে আইছিলাম। তারপর আমার ফুফু বলে পানি আসছে, আমরা রাস্তায় উঠতে উঠতে পানি আইসা গেল। এরপর সাইক্নোনে যাবার সময় আমার ভাই মারা গেল, আমার বোন হারালাম, আমার মার হাত থেকে আব্বা ছুটে গেল। তারপরে আমি গেলাম। যাওয়ার পরে আমি একটা গাছে ছিলাম। একটা লোক এসে বলল , তুমি এখানে একা। সামনে গাং পাড়ে একজন মহিলা। আমাকে টেনে গাছের উপরে উঠালো। আমি গাছে ছিলাম । সেখান থেকে একটা বেটা আমারে সাইক্নোনে নিয়ে গেল। সেখান থেকে আমার দাদীনি আমার ফুফুর কাছে নিয়ে গেল, এ ইযে তোমার ভাইজি । সেখান থেকে আমার মাইরে পেলাম। মার কাছে জিগাইলাম, আমার বড় আপু কোথায় ? মা বলে , তোমার আপারে পাই নাই। আব্বা কোথায় ? মা বলে, তোমার আব্বারে দেখি নাই।

Setu Akhtar | Climate Orphan, Shoronkhula, Bagharhat2018-11-28T18:52:26+00:00

Shafiqul Islam | Bhagharhat

Among 7 family members, at least 6 members were killed by the SIDR storm!

After three days of SIDR, I had got the news over cell phone. The day of SIDR, I had tried to communicate with my family members and relatives from Dhaka, but I was failed, as at that time, telecommunication system was fully down here! After 3 days, when I could communicate. My only brother who alive now was took off from 30 feet top of a tree. He had stayed whole night there!  However, he could not say anything about staying on tree! He was senseless! With God’s blessing, in morning people had made him down from top of the tree! Among 7 family members, at least 6 members of us were killed by SIDS storm at night! My father, mother, 2 nephews,  my child and my wife  were killed! Now my brother and I are alive only! We are now orphan and alone….

জলবায়ু এতিম আবদুর রহমানের সাক্ষাৎকার

আমি খবর পাইছি তিন দিন পরে, মোবাইলে। আর ঐদিন রাত্রে  যে সময় সিডর শুরু হইছে। আমি ফোন করছি, েকউ েফান ধরে না! [অথচ] সন্ধ্যা সাতটায় আমি ফোনে কথা বলছি। তারপরে আমি ফোনে পাইতেছি না। তারপরে তিনদিন পরে আমি যখন ফোন দিলাম, খবর পাইছি যে আমার একই ঘরের ভিতরে ৭ জন ছিলো [৬ জনই মারা গেছে ]।  সেখান থেকে একজন, আমার ছোট ভাই সোহাগ শুধু বেঁচেছে। েস ৩০ ফুট একটি গাছের উপর আছে। লোকজন নাকি তারে নামাইছে। সোহাগ বলছে, সারা রাতই সে গাছে ছিলাম। কিভাবে ছিলাম বলতে পারি না। পরের দিন সকালে লোকজন ওকে দেখে নামাইছে। আমার একই পরিবারে ৭ জন ছিলো, ওখান থেকে ৬ জন মারা গেছে। অমার আব্বা-আম্মা, আমার ২ টা ভাগ্নে, আমার একটা বাচ্চা আর বউ। আমি আর আমার ভাই সোহাগ আছি একটা ঘরের মধ্যে থেকে । আমরা এখন একা, এতিম!

Shafiqul Islam | Bhagharhat2018-11-28T18:52:47+00:00

Amena Khatun | Climate Widow, Shoronkhula, Bagharhat

There was no option to get off from house! My daughter’s father in law came and I was very busy to take care of them. Suddenly, he said, “Sister, now 10 number early warning signals is announced! We should escape house!” Along with my elder daughter and her husband, we just came in front of house; around 10 A.M, as like giant the big water waves attacked us! In strong water current, I could not protect my grandson in hand! I went inside house, the water entered there also and pushed me strong and created force like fire fame!

( Daughter: Water enter inside house ! )

Inside house, I was trying to save my elder daughter. Of that time, another daughter was in my embrace! But she was died already! I could not understand firstly! Whenever I moved little, she was sunk and washed way towards school! I could not find her after that!

I could not be summing! I drunk saline water many times! With total power, I tried to stand on the water hyacinth! To protect myself, I was forgotten about the children! Just little later, when one dog summed to me, I remembered my children and tried to find, but could not find! After touching the dog’s body, I understand it is dog, not my child! I cried and called loudly, ‘Save Me ! Save Me’! Suddenly I saw a searchlight! I was almost senseless! After being rescued, I found my one daughter. I searched another daughter and my husband in all rooms of cyclone shelter, but could not find!

Three days later, I had found my husband’s dead body! However, I could not find my daughter’s dead body, she may wash way… (cry….)

আমেনা খাতুন, এক সর্বহারা নারী!

ঘর দিয়া যে নামতাম এর কোন কায়দা নেই। এরপরে আমার বিয়াই আইছে । সে আইসা বলে ১০ নম্বর সিঙ্গাল আইসা গেছে। বিয়াইন আপনি ঘর দিয়া নাইমা যান। এরপর, আমি আমার বড় মেয়ে নিয়া, জামাই নিয়া েবরহমু, হেইসময় ৯টা বাজে, ঘর দিয়া নাইমা সামনের বাড়ি গেছি। সামনের বাড়ি যাওয়ার পরে দেখি সবাই ঘুমাইছে। ধরেন তখন ১০ টা বাজে। তারপরে তীরগতিতে পানি আইছে। পানি আইছে পরে যখন পানিডা এরকম হাই হইছে তখন আর এগো কাউকে ধইরা রাখতে পারি নাই। ওদের (ওখানে) একটা বড় ঘর ছিলো, ওই ঘরে এই বাচ্চা আর ওই বাচ্চা নিয়ে ঘরের উপরে উঠেছি। ঘরে সিড়ি দেখি নাই। আমরা থাক-তাক বাইয়া বাইয়া ঘরের উপরে উঠছি। বাইয়া উঠার সময় দেখি আগুনের গোলার মতো  পানি আইতাছে!

মেয়ে:পানি উইডা গেছে গেছে ঘরের মধ্যে ।

আমেনা খাতুন:

(আমার ) এই মেয়ে, আরও একটা মেয়ে যে মারা গেছে, তারা আমার হাত শক্ত করে ধরে রাখছিল । তারপর মাচার উপর উঠছি। মাচার উপরে ওই পাশ দিয়ে ডেউ আইছে, এ ঘর ভাইঙ্গা পইরা গেছে। তখন আরেক মেয়ে পানির নিচে ডুবে গেছে। আমি ওই মেয়ের গাড়ের উপর পাড়া দিছি ওই মেয়েটি ডাইবা গেছে। এই মেয়েরে ভাসাইয়ে স্কুলের কাছে নিয়ে গেছে। আর যে মেয়েটা মারা গেছে, তারে কোথায় ভাসাইয়ে নিয়ে গেছে, খুইজা পাই নাই। আমি বার বার পানি খাইতেছিলাম খাইতেছিলাম । অনেক কষ্টে কচুরিপানার উপর বইসা মাজায় কাপড় বাঁইধা এভাবে আসন করে বসলাম। বাচ্চা-কাচ্চার কথা আমার কোন খেয়াল ছিল না। কিছুক্ষন পর একটি কুকুর সাতরাইয়ে আমার কাছে আইছে। তখন আমার খেয়াল আইছে যে , আমার বাচ্চা দুইটা টো গেছে, তখন আমি কুকুরটির গায়ে হাত বুলাই, আর দেখি যে একটি কুকুর, (বাঁচ্চা না) । কুকুরকে ধাক্কা দিয়ে ফালাই দেই। তারপর দেখি অনেক বড় একটা লাইটের আলো আমার গায়ের দিকে পড়ল!  আমি তাদের বলি, “ওরে আল্লারে আমারে বাচাও” আমার চিৎকার শুনে তারা মাছ ধরার তিনটি পলো বাইধা আমারে ছুইড়া মারে!  কিন্তু আমার সামনে গর্ত থাকায় কারনে আমি তা ধরতে পাড়িতেছিলাম না। তারা একটু পানিতে নাইমা আমার হাতে দড়ি দিয়া বাইধা টাইনা তুলেছে। আমার তখন কোন জ্ঞান নাই। পাশে একটি হারিকেন ছেলো । সেই হারিকেনের আগুন দিয়ে আমাকে ছেকা দেছে! (এরপর) আমার জ্ঞান ফিরে। আধা ঘন্টা পর আমার এই মেয়েকে খুজে পাই। একজন আমার কাছে নিয়ে আসে। আমি আশ্রয়কেন্দ্রের সব রুমে খুজে বেড়াইাছি আমার স্বামী, মেয়ে ও মেয়ের জামাইের। কিন্তু কারো খুইজা পাইতেছিলাম না। তিন দিন পর খুজে পাইছি আমার স্বামীর লাশ। ছয় দিনের দিন লাশ দাফন হইছে। আমার  মেয়েটার লাশ আর পাই নাই। (পানির ঢেউ ভাসাইয়া লইয়া গেছে )!

Amena Khatun | Climate Widow, Shoronkhula, Bagharhat2018-11-28T18:53:06+00:00

Salma Aktar | House wife, Shoronkhula, Bagharhat

Water-wave was coming like giant. We were crying aloud and running with fear.

From the morning, there was huge clouds and high speed wind! I was listening to the radio and trying to watch the television to know the early warning signal number. When signal 3 was announced, we were in home. We were just preparing the lunch. Around 10 a.m. I was just standing in yard of house. I saw, the water-wave was coming like giant. We were crying aloud  and running with fear to save ourselves.

I thought, perhaps this is my last day of life! Nobody would be alive! To save life, people were running to escape. But I did not go as my husband went to the river bank to see the level of water. He was trapped by water in the riverbank. I waited until last moment. Suddenly he came and said, ‘escape, escape, unless you will die! ’. With children, whenever I just out from house, I saw the road was flooded by water.

I was running, and water was running after me. At last, we could arrive in cyclone shelter center. Huge water came within a moment. We, all were praying with names of God. We thought, water levels would be higher than SIDR. I do not see SIDR (as I was in relative house in Dhaka). People were afraid of, Aila would be more catastrophic than SIDR. We thought, we would not alive in this world. Phone call came from Dhaka! I said, it seems, we will not alive! Please pray for us. ….The water level rises up to second stair of cyclone shelter center. At last, from 2-3 p.m the water level was getting down! After water levels become normal, we lived in shelter center, one more day. But we could not sleep, as there were rumor that water level would be more higher in night! We all might die! At last, after the night, the water level had been reduced.

After returning home, in morning, we saw all things and corps had been washed way. The houses’ basement and land become, mashed! House just sanded with node mode! My husband saved the cattle and poultry in the rooftop! Two days later of Aila, we started to repair the house.

সালমার সিডর দেখা

সকাল থেকে খুব বাতাস আর মেঘ করে আসছে। তারপর রেডিও আছে, টিভি আছে তাতে শুনিতেছি যে কত নম্বর সতর্কবানী েদয়! িতন নম্বর যেসময় দিছে, তখন আমরা ঘরে ছিলাম। তারপরে যাইয়া দুপুরের দিকে রান্না-বান্নার করবো, আমি ব্যবস্থা করতাছি। এই ধরেন ৯-১০ টার দিকে। আমি ঘরের পাশে দাড়িয়ে আছি, দেখতেছি যে, আমাদের অফদা ভাইঙ্গা পানি উপর থেকে আসতাছে। আর মানুষ তো ছোটাছোটি করতেছে।

যারা সিডর দেখেছে তারা বলতাছে, যে এই বুঝি শেষ। অনেকেই দেখে আগেই চলে গেছে। কিন্তু আমি যাই নাই। আমার হাসবেন্ট গেছে যে, নদীর পাশে কতটুকু পানি হয়ছে তা দেখতে । সে দেখতে যাইয়া আর কি আটকে পড়ছে, পানি উপরে চলে আসছে। আমি বাচ্চা নিয়ে কান্না-কাটি করতাছি। আমার হাসবেন্ট কেন আসে না। আমি বুঝি আর বাচবো না। দেহি সবাই যাইতেছে। আমি সবার শেষে একা রইছি আর কি। আমি হতভম্ব যাবো কিভাবে। এরপর আমার হাসবেন্ট দৌড়ে আসছে , এই তারাতারি চইলে যা। আমি বাচ্চা নিয়ে ঘর থেকে বাইরাছি, দেহি যে ই রাস্তা ডুইবা গেছে।

আমি দৌড়াইতেছি, দেহি পানি পিছন পিছন ছুটতাছে। তারপরে েকান রকমে ওই সাইক্নোন সেন্টারে গেছি। সাইক্নেোন সেন্টারে যাওয়ার পর দেহি অনেক পানি হয়ছে আর কি। দুই মিনিটের ভিতর অনেক পানি। আমরা সবাই আল্লা-বিল্লা করতাছি। আল্লা এই মনে হয় সিডরের চেয়ে বেশী ভয়ঙ্কর হবে। সিডর তো আমি দেহি নাই। (আমি তখন ঢাকায় েবড়াইতে গেছিলাম ) যারা সিডর দেখেছে তারা তো অনেক ভয় পাইছে।  আমি আ্ইলা দেখছি । আমি মনে করেছিলাম, আমরা বুঝি পৃথিবীতে আর বাইচা থাকুম না। ঢাকা থেকে ফোন আইছে, কি খবর ? আমি বলতেছি, আমারা আর বুঝি বাইচা থাকতে পারবো না, আমাদের জন্য দোয়া কর, আমরা আর বুঝি বাচবো না্ । যদি বেচে থাকি তাহলে বাচ্চা নিয়ে আবার দেহা হবে। সবাই আল্লা-বিল্লা করতাছিল। সাইকোন সেন্টারের সিড়ির এক-দুই পর্যন্ত পানি উঠইয়া গেছে। এইভাবে দেখি পানি একটু একটু দেহি বাড়তাছে। যেই দুপুর ২-৩ টা বাজে হেই সময় একটু কমের দিকে গেছে। পানি কমার পরও একদিন আমরা সাইকোন সেন্টারে ছিলাম। সাইকোন সেন্টারে আমরা সারা রাত জাইগা রইছি। শুনেছি রাতে নাকি আরো অনেক বেশি পানি আসবে। তাহলে েতা সব শেষ হয়ে যাবে। তারপর দেখি সারা রাত জাইগা দেহি, না পানি কমের দিকে গেছে ।

সকালে আমরা বাড়িতে আইসা দেহি আমদের সব ভাইসা গেছে। আমি যে কৃষি দিছি, তা কিছুই নাই। সব ভাসাইা নিয়া গেছে, আর ঘরের যত মাটি, পানি উইঠা সব ভাসাই নিয়া গেছে । খালি ঘরখানি দাড়াইয়া রইছে। আর আমার ছাগল ছিল, হাস-মুরগি ছিল, হাঁসটা আর মুরগি মাচার উপারে রাখছে, আর ছাগলও ওর আব্বু সবকিছু মাচার উপর রাইখা হে চইলা গেছে আর কি।।আইসা সব কিছু নামাইয়া তারপর সব গুছগাছ করছে। ঘরের মাটি ছিল না্ । ২ -১ দিন পর, আমরা মাটি মেরামত কইরা আস্তে আস্তে আমরা ঘরে উঠছি। এরপর সবকিছু ঠিক হইছে।

দাড়াইয়া দেখিছিলাম, অফদার ওপার থেকে পানি লাফ দিয়ে চলে আসে আর কি। বুঝি এই পৃথিবী ধবংস হয়ে যাবে। পানির স্রোত আর যে তুফান দেখছি, তা আর আমি কোনদিন জীবনে দেহি নাই । সিডর যারা দেখেছে তারা বলছে যে, আয়েলায় অনেক ক্ষতি হইছে। আর পানিতে যে এত লবন হইছিলো, তা আর বলার মতো না । অনেক লবন আরকি,  এখন কোন কৃষি হইতাছে না। এখন লবন হইছে। যারা কৃষি দিছে, একবারে তা পুরে গেছে লবনে। পানি মুখে দিলে মনেহয় এইবুঝি, মুখ খইয়ে পরে যায় । এইভাবে আর কি। অনেক লবন হইছে আরকি। সবকিছু ধুইয়া পইচা গেছে। পানিডা এত তিকর । এখনও আর আগের মত েকান ফল গাছে হইতে চায় না। ওই েলানা পানিডা মাটির ভিতর ঢুকছে আর কি । এর কারণে  েকান  কৃষি আর হইতেছে না। যেমন আমি টুকটাক বাড়িতে অনেক কৃষি দেই, কিন্তু হেই কৃষিডা হইতাছে না। অনেক ধইরা হঠাৎ মইরা যায়। এখন আরকি অস্তে অস্তে, মোটামুটি একটু একটু মাটিতে সার হইতাছে ।

Salma Aktar | House wife, Shoronkhula, Bagharhat2018-11-28T18:53:29+00:00

Climate Tribunal in Bangladesh

Climate Tribunal | 8th Nov, 2010 | Dhaka, Bangladesh

Campaign for Sustainable Rural Livelihood (CSRL), an alliance of local NGOs and civil service organisation, coordinated the shadow “Climate Tribunal”, held 8th Nov, 2010 Monday at the city’s Bangabandhu International Conference Centre. CSRL organised the tribunal, aiming to find ways to safeguard victims of climate change in a legal context. The climate tribunal observed that climate change was responsible for bringing about the misery to these communities dependent on nature, and thus held the Annexe-1 countries (as in Kyoto Protocol), who are large emitters, to be responsible.

A five-member jury panel headed by Bangladesh Human Rights Commission’s chief Mizanur Rahman heard testimonies of four climate victims from different backgrounds, ranging from housewives in cyclone affected coastal regions to fishermen lost at sea and landing up in Indian jails. It also heard from a two experts of climate change and international law in an effort to establish a link between the science of climate change, its national and international legal aspects and the on-going multilateral negotiations.

After hearing testimonies, the jury recommended formulation of a separate law and including an article in the constitution on climate change. The jury ruled that since the developed nations were mostly responsible for the atrocities of climate change, it was their liability to pay for the mitigations. It also observed that the human rights of the coastal area people had been violated by the affects of climate change.

The jury panel consisted of lawmakers Saber Hossain Chowdhury, Tarana Halim, Hasanul Huq Inu and economist Quazi Kholiquzzaman Ahmed.

Climate Tribunal in Bangladesh2018-11-29T04:52:26+00:00

Adaptation Story of Rahman Sheikh and his wife Anowara Begam, Jessore

‘Ducks rearing’ is an alternative livelihood for climate change victims

Rahman Sheikh

Life is a constant, struggle fighting poverty and the floods. To make a living, we have to adapt to the changing environment here. Women are generally not expected to work beyond the day-to-day chores. So, duck rearing was ideal for them.

Anowara Begam

Our family has been rearing ducks on large skill since 2003. CARE Bangladesh and others NGOs showed us, how to go about rearing ducks. They also gave us duckling to get us started. We have it look to back since them.

Shafiqul Islam/ CARE Bangladesh

My name is Shafiqul Islam. I am working in CARE Bangladesh. Water logging is linked with climate change and it is increasing. Their income is reduced due to the water logging and flooding. They cannot do any cultivation of their land. They need alternative appropriate livelihood options. Therefore, farming like duck rearing is very necessary. To work in a very remote area, communicating is a challenge. Other small challenge was the people did not understand, this is due to climate change. They could not make that link.

Anowara Begam

We started rearing ducks because we do not have any land cultivate on high ground. All over, the land is under water. We cannot grow anything in water.

Rahman Sheikh

In my childhood. we grew onion here. Now it is water lodged. Water is not only in the river but in our village. Look at the way our house loops. We are trying to build mud’s supports. But we even have drivel 1 kilometer to find soil as there is no lands just water here.

Each day the water level rises since 2000; our homes are flooded fourteen days, in 2003 It was a month then since then we can expect  our home to be under water four that a times. I fear day water is stay for six months.

Shafiqul Islam
Role of the project is to increase capacity of the economy to adapt to the adversity affects of climate change. People have to adapt to the situation, otherwise they will move from there. They cannot move because they have so many limitations. So they can try project capacity increase, so that, they can cope.

Rahman Sheikh
A buyer comes to the house and on his bicycle to buy the eggs. And some we directly sale any restaurant in town. We only sale wholesale and we received only 8 Tk (Bangladesh currency Taka ) per pair of eggs. It is equivalent to 10-12 US Cents. We seldom sale the ducks only when they are old.

Anowara Begam

We can just about the manage buy eggs and selling the produce .But always not enough. I have children to feed, and they are all going to the school. Not even the earn husband money at movement. Sometimes I have to cut back on our supplies and basic needs.

Rahman Sheikh:

The first time floods came in 2000, we benefited from the huge catches fishes that had been washed   in lands .Then huge water hyacinth started is spout up but we did not know what we do with them. With villagers neighboring Gopalgonj, we were shown how to cultivate this flower and use the hyacinth as much for fertilizer. But this year we could not event cultivate water hyacinth as the majority washed way.

We have to rear the ducks to survive the floods but not only duck rearing and anything that is compatible with this sort of environment .We have no land to live on, what is a not open options leave this place. This year we spent four months in the water. Where could we go? .There is no place to  go.


[ Bangladesh is repeatedly affected by flooding, recognized throughout  the world as one of the country’s most vulnerable to climate change.  For many, life has become a constant struggle to fight poverty and the floods. Shahjahan Siraj meets the spouse, Shamsur Rahman Sheikh and Mosamot Amena Begaumin in south-western Bangladesh, where they  spend four months a year living inundated by flood waters. They have found a way to survive after being forced to give up planting crops on  their flooded land. ]

জলবায়ু পরিবর্তনে হাঁসপালনও একটি বিকল্প জীবিকা

বাংলাদেশী কৃষক রহমান শেখ ও তার স্্রএী এর উদ্যোগ

রহমান শেখ

আমরা এখানে দারিদ্রতা আর বন্যার সঙ্গে যুদ্ধ করে বসবাস করি। আমরা এখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলতে চেষ্টা করি। মহিলাদের দিনে খুববেশি কাজ থাকে না। তাই হাঁস পালন তাদের জন্য আদর্শ।

আনোয়ারা বেগম

আমাদের পরিবার ২০০০ সাল থেকে হা^ঁস পালনে  করে।  প্রথমে তারা আমদেও হাঁসের বাচ্চা দিয়েছিল। কেয়ার বাংলাদেশ ও অন্যান্য বড় দক্ষতাসম্পূর্ন এনজিও আমাদের ,কিভাবে হাঁস পালন করতে হয়? তা হাতে কলমে শেখায়।

শফিকুল ইসলাম /  কেয়ার বাংলাদেশ

আমার নাম শফিকুল ইসলাম। আমি কেয়ার বাংলাদেশে কাজ করি। জলাবদ্ধতার সঙ্গে জলবায়ু পরিবর্তনের একটি সম্পর্ক্ আছে । ন এখানে জলাবদ্ধতার কারনে বন্যা হয়েছে। মানুষের আয় কমে গেছে। মানুষ জমিচাষ করতে পারে না। তারা বিকল্প জীবিকা হিসেবে হাঁসপালন  প্রয়োজনীয়। এই প্রত্যন্ত এলাকায় কাজ করার জন্য ও যোগাযোগের একটি চ্যালেঞ্জ।

আনোয়ারা বেগমই প্রথম হাঁস পালন শুরু করেন। কারন তাদের  উচু জায়গায় কোনো জমি নাই।

রহমান শেখ

আমার ছেলেবেলায়,এখানে পেয়াঁজ চাষ করতাম। বর্তমান তা এখন পানির নিচে। শুধু নদীতে পানি নাই কিন্তু আ্মাদের গ্রামে পানি।এই যে আমাদের বাড়ি। আমরা অনেকবেশী সহায়তায় তা নির্মানের চেষ্টা করিছি। কিন্তু আমরা ১ কিলোমিটারে মাটি খুজে পাই। কোন জমি নেই। এখানে শুধু পানি আর পানি।

২০০০ সালে প্রতিদিন পানিস্তর বৃদ্ধি পায়। ২০০৩ সালে আমাদের ঘরবাড়িগুলো চৌদ্দদিন বন্যায় প্লাবিত থাকে। একটি মাসে চারবার আমাদের বাড়ি পানির নিচে থাকে।  আমি ছয়মাস পানির ভয়ে থাকি।

শফিকুল ইসলাম

জলবায়ৃু পরিবর্তন  দ্বারা অর্থনৈতিক  প্রকল্পের ভূমিকা পালনের  ক্ষমতা  প্রভাবিত হয়। মানুষকে পরি¯ি’িতির সাথে  নিজেকে মানিয়ে নিয়েছে। অন্যথায় তারা এখান থেকে সরবে না। কারন তাদের অনেক সীমাবদ্ধতা আছে। তাই তাদের সরানো সম্ভব না।  সুতরাং তারা  প্রকল্পের ক্ষমতা বৃদ্ধি করতে চেষ্টা করে।  তাই তারা শাস্তি পায়।

রহমান শেখ

একজন ক্রেতা সাইকেল নিয়ে বাড়িতে ডিম কিনতে আসে এবং কিছু পরিমান সরাসরি কোনো রেস্টুরেন্টে এবং শহরে বিক্রি করা হয়। আমরা জোড়া প্রতি ডিমের জন্য পাই ৪ টাকা। যা মার্কিন ১০-১২ সেন্টের সমতুল্য। যখন হাসগুলো বৃদ্ধ হয় তখন আমরা সে তা কমদামে বিক্রি কওে দেই।

আনোয়ারা বেগম

আমরা ডিমের ক্রয় ও বিক্রয়  ও উৎপাদন  সংক্রামক সম্পর্কে জানি।  কিন্তু সবসময় নয়। আমার শিশুদের একাবারের জন্য এবং তারা সবাই স্কুলে যায় । এ মুহুর্তে স্বামীর টাকা উপার্জনের ঘটনা নয়। মৌলিক প্রয়োজনসমূহে ,কখনও কখনও আমরা আমাদের সরবরাহ বাদ দেই।

রহমান শেখ

২০০০ সালে প্রথম বন্যা হয়েছিলো। আমরা প্রচুর পরিমানে মাছ ধরেছিলাম ফলে আমরা লাভবান হয়েছিলাম কিন্তু আমাদের নদীগুলো ধুয়ে নিয়ে গিয়েছিলো। তারপর থেকে প্রচন্ড কচুরিপানা শুরু হয়েছে। কিন্তু আমরা জানি না , তাদের সাথে আমরা কি করবো ? গোপালগঞ্জ এর পাশ্ববর্তী গ্রামবাসীদের থেকে আমরা দেখলাম যে, কিভাবে ফুল চাষ করতে হয় এবং কচুরীপানার  কিভাবে সার হিসেবে ব্যববহার করা যায়। কিন্তু এ বছর আমরা সুফল পাই ন্ া। বেশিরভাগ কচুরিপানা পরিষ্কার হয়ে যায়।

আমরা বন্যায় হাঁসপালন কেনারকমে টিকিয়ে রেখেছি। কিন্তু একমাএ হাঁসপালনই না ,যেকোন কিছুই এই অলপ পরিবেশে উপযুক্ত না।

এই বছর চার মাস পর্যন্ত পানি স্থায়িত্ব হয়। আমরা বাস করার মতো কোন জমি নাই। এই জায়গা ত্যাগ করার জন্য কোনো খোলা  উপায় নাই। আমরা কোথায় যাবো? সেখানে এমন কোন জায়গা নেই যে, খোনে আমরা যেতে পারি।

Adaptation Story of Rahman Sheikh and his wife Anowara Begam, Jessore2018-11-29T04:52:50+00:00
Go to Top