Climate Radio

Voice of victims from Bangladesh

Bangladeshi Views on Adaptation | by Sheikh Hasina, Prime Minister of Bangladesh

We all the people of the world have to work together as green house gas is emitting dangerously

The deadly threat to the global problem of climate change has occurred. The existence of the environmental harmony and balance has been destroyed by the industrial activities. If it does not prevent, climate change and environmental degradation will make serious problem for the next generations’ life and existence. For sustainable development and environment, we have to take initiative in national and personal, regional and international levels effectively. In a nutshell we have to take community based initiative and climate change adaptation. We all the people of the world have to work together as green house gas is emitting dangerously. Poor communities are forced now to evict from their living land, livelihood and losing property.  I hope that the conference will be successful and clearly emphasis on the core points.

Dear participants, you have already visited different area of Bangladesh. You saw that how seriously the climate has been changed. The grassroots people, particularly the rural poor crudely are facing the hard-core poverty. It is not only difficult for them; it is a kind of injustice. Why they need to suffer for the luxurious life of the rich people?

In present world, we are learning from each other. My government’s objectives are to tackle climate change and ensuring sustainable development. The scientists need to give special focus to this issue. The main cause of climate change is green house emission. In Bangladesh nowadays thousand arcs land are under saline water. To tackle the climate change effected, we have created a special organization, which already started to support the NGOs and private institutions. We have created a trust as well. It is not possible to manage the climate change by Bangladesh alone. For this purposes, the developed world has promised to help Bangladesh with 100 million. I am grateful for their help although it is not sufficient to manage the climate change affects. To tackle this problem, we need to invest hundreds billion.

The climate change issue is now getting priority. In this context, I would like to mention about Copenhagen summit of 2009. I wish best success of this world summit. I hope, the decisions of this conference will be favor of Bangladeshi realities. I am declaring the inauguration of this conference.


জলবায়ু পরিবর্তনের সমস্যা বর্তমানে বিশ্বের জন্য মারাত্নক হুমকি হয়ে দেখা দিয়েছে । আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব মানুষের অনিতিশীল কর্মকান্ড শিল্প বিল্পবের সূচনা থেকে মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড আমাদের পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছে। জলবায়ু ও পরিবেশ অবক্ষয় রোধ করা না গেলে তা পরবর্তী প্রজম্মে তা হুমকি হয়ে দেখা দিবে। টেকসই পরিবেশ উন্নয়নের জন্য জাতীয়  ও আঞ্চলিক এবং আনর্্তজাতিক ভাবে আমাদের সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আসল কথা হচ্ছে গোটা বিশ্বে পরিবেশের ক্ষতিকর সকল কাজ একযোগে শুরু হয়েছে। ফলে গ্রীণ হাউস নি:সরনের ফলে বৈিশ্বক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। দরিদ্র জনগোষ্ঠী অবিভাজন কার্যক্রম গ্রহন করতে বাধ্য হচ্ছে। আমি আশা করি এ সম্মেলনে স্পষ্ট বা সফল হবে।

সম্মানিত অংশগ্রহনকারী, আপনার ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সফর করেছেণ। আপনারা দেখেছেন যে জলবায়ুর পরিবতনের প্রভােব জনগোষ্ঠী কি ধরনের ক্ষতিগ্রস্থ হয়েছে এবং এখনও হচ্ছে। একদিকে তাদের দারিদ্রতার সাথে সংগ্রাম করতে হচ্ছে, অন্যদিকে আবার জলবায়ুর প্রভাব মোকাবেলা করতে হচ্ছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী বিরুপ প্রকারের স্বীকার হচ্ছে। এটা শুধু তাদের জন্য কঠিন নয়, এটা এক ধরনের অবিচার । কিছু বিত্তশালী মানুষের বিলাসী জীবন-যাপনের ফলে সাধারন মানুষ এর প্রভাব বহন করবে কেন ?

বর্তমান বিশ্বে আমরা একে অপরের কাছ থেকে শিখছি।বিজ্ঞানীগণ এবং উন্নয়ন কর্মীরা যেমন দরিদ্র জনগোষ্ঠী এবং তাদের কর্মকাণ্ড থেকে অনেক কিছু শিখছেন, তেমনি তারাও – বিশেষ করে স্থানীয় সরকার এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহন করে জলবায়ু পরিবরতন জনিত সমস্যা সমাধানে কাজ করছে।

আমাদেরর সরকারের একটাই উদ্দেশ্য, তা হছে জলবায়ু পরিবরতনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা । বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিজ্ঞানীদের এবং অভিযোজন কর্মীদের, আমি এই পারস্পরিক শিক্ষা কারজক্রমকে আরও জোরদার করার আহবান জানাচ্ছি।

বিশ্বের বিজ্ঞানীদের এ বিষয়ে বিশেষ নজরদার করতে হবে। জলবায়ুর প্রধান উৎস হল গ্রীন হাউস। হাজার হাজার একর জমি লবনাক্তে তলিয়ে গেছে। বাংলাদেশের জলবায়ুর মোকাবেলা করা জন্য বিশেষ সংগঠন তৈরি করা হয়েছে, তা ইতিমধ্যে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানকে সহায়তা দিয়েছে। এজন্য একটি ট্রাস্ট ও তৈরি করা হয়েছে। এটাকে মোকাবেলা করা বাংলাদেশের একার পক্ষে সম্ভব না। এ বিষয়ে বিশ্বের উন্নত প্রতিষ্ঠান ১০০ মিলিয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে এ সাহায্য নিত্যান্তই কম। এ সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের কয়েকশ বিলিয়ন দরকার।

আমরা জলবায়ুর আলোচনায় গুরুপ্তপূর্ন ভূমিকা পালন করে যাচ্ছি। এ প্রসঙ্গে আমি ২০০৯ সালে কফিন হেগেন অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের নেতা নেত্রী ও অন্যান্য অংশগ্রহনকারীর সাথে বিষয়টি উল্লেখ করতে চাই। আমি এ সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি। এ সম্মেলনে যে সুপারিশ গৃহীত হবে তা আমাদের কাজে লাগবে। সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি “ফিফটত এ্যান্ড ইন্টারন্যাশণাল কনফারেন্স এবং কমিউনিটিবেস এ্যাডাপটশেন এ্যান্ড ক্লাইমেট চেন্স শুভ উদ্ভেধন ঘোষনা করছি “

Bangladeshi Views on Adaptation | by Sheikh Hasina, Prime Minister of Bangladesh2016-12-06T04:27:40+00:00

Debashish Majumder | NGO Activist on Climate Change

{audio}https://machizo.com/climatechangeaudio/ngo-activist-devashis.mp3{/audio}
Now this is the problem for poor countries such as Bangladesh. But one day it will be problem for all. I work with the disaster of coastal belt area of Bangladesh. In order of my job I get the chance to know the impact of disaster on human.

I get the chance to see the change of cultivation, increase salty water and the tips of human to adjust with changing climate.

I’m in this work about three year. I found that Human have lake-gap about their necessary ability of adjusting with environment in beach area.

Changing of climate already we can realize. Cyclone, flood, sea-water everywhere we can see huge change. With in two year of Sydor committed Ayla. The intense of Ayla remind us about the danger of climate change.

We should take proper step just in this moment for control this.

Now this is the problem for poor countries such as Bangladesh. But one day it will be problem for all. So, just now we have to think about climate and have to work all together to protect our selves, protect the world.

 

 

Debashish Majumder | NGO Activist on Climate Change2018-11-29T05:01:51+00:00

Aman | Victim Shopkeeper, Koiera

I have never seen such a flood and storm! The street was filled with up to 9to 10 inches of water before but this time it rises up to 4 to 5 feet high!

Aman: That day, I was not at home. After coming to my home, I saw everything was flooded, only my children were saved with my wife’s life investing efforts!

Question: How high the water rose?
Aman: I saw the water flows over this main road. This place is the highest land/road of this area. We used this road sometime to take shelter during flood and other disaster. But this time, this road was also over flowed! My family took shelter in Upazilla office. Now we are here to receive relief.

Question: Have you ever seen such disaster before?
Aman: No, I have never seen saline water flood with storm. Before water flows only with up to 9 to 10 inches high from the road; but this time the flooding with up to 4 to 5 feet higher. All things are now capsized under water. During Nargis and SIDR also such way water did  not come. That time, the storm was only with strong wind, but this time storm wind with saline flood has come together! Catastrophic disaster!

ক্ষতিগ্রস্থ আমান েদাকানদারের আইলা অভিজ্ঞতা

সেদিন আমি বাড়িতে ছিলাম না। পরে আসে আমি দেখেছি সব প্লাবিত। কেবল সবাই জীবনবাজী রেখে শিশুদের জীবন রক্ষা করেছে।

আমান: না, আমি পূর্বে এমন বন্যা আর ঝড় এক সাথে দেখি নাই। আগের ব্ন্যা গুলোতে রাস্তা থেকে মাত্র ৯-১০ ইঞ্চি পানি হতো; কিন্তু এই সময় এই রাস্তা থেকে ৪-৫ ফুট উচ্চু পানি হইছে। এখন সবকিছু পানির নীচে। নাগিস আর সিওডর এর সমযও এমন পানি আসে নাই। যে সময় শুধু ঝড় হইছিল। কিন্তু এইবার ঝড়ের সাথে সাথে বন্যা , তাও আবার নোনা পানি।

সিরাজ: পূর্বে কি আপনি এমন ধরনের বিপর্যয় দেখেছেন ?
আমান: আমি এই প্রধান সড়ক থেকে একটু উপনে পানির স্রোত দেখেছি. এমন উচুঁ দেখি নাই। এটি এই এলাকার সর্বাধিক উচুঁ জায়গা। উচ্চু বলে এখানে আমরা বন্যার সময় আশ্রয় নেই। আমার পরিবারের সবাই, উপজেলা অফিসে আশ্রয় নিয়েছে। একটু রিলিফ পেয়েছি, বেশ ভালো লাগছে।

Aman | Victim Shopkeeper, Koiera2018-11-29T05:02:15+00:00

Aila Victim Female Worker, Hamida Begaum

She was evicted from house and become poor to poorer

” Water has been entered in our village with over flowing roads!  Houses have been damaged! I escaped from house with my two children and in the way. I saved more four children.” Ms Hamida said and explained about her family and suffering for Alia such way, “I have two children. I am taking caring of the children whom I am safe as well! I must have to take care of them until getting their parents! The children are now alright. We are staying at the shelter center of union council! If I could go to the work, I may earn some rice, but I cannot be going! We were waiting when the floodwater would be gone! We do not have money now! I have taken some food with due from shopkeeper! I said, after finish the disaster I will return you or I will work instead of this! As we are poor! We do not have another way!

“রাস্তা ভেঙ্গে আস্তে আস্তে পানি আইছে। হেরে সড়ক থেহে ঘরের দেওয়াল টেওয়াল হুরমুর দিয়ে পলটি দেয় । ঘর দুটো বাচ্চা নিয়ে বেড়িয়ে আইছি । আইসা আরো পথে চারটা বাচ্চা পাইছি আর চাইডা নিছি।” ভীত সন্ত্রস্ত হামিদা বেগম আইলার পরেরদিন তার পরিবার সম্পকের্ জিজ্ঞাসা করলে বলেন, ” আমার দু,ডো বাচ্চা। আর ওই বাচ্চাগুলো আর ফেলে দেওয়া যায় না। সেই বাচ্চা কষ্ট করবো, তাগো তো ফেলায় দেওয়া যায় না।’

লাইনে দাঁড়ােনা পাশের জন বলেন, ” সে চারটা বাচ্চা যাতি পারতে ছিলো না। এরকম তো অনেক বাচ্চা ভেসে গেছে।”

হামিদা বেগম আরো বলেন, ” যাইহোক আমাগো এহানে বাচ্চা চাইডা ভালোই আছে। আমি এত কষ্ট করে বাচ্চা চাইডা পালছি। আর ওই কাউন্সিলেন বাচ্চা রাইখ্যা আইছি। আমার নিজের উরুত বালিশ বানাইয়া ঘুমাইতে দিচ্ছি। এহন কাউন্সিলনে যে বাসায় আমরা আছি, সেখানে একটু মাটি উচু করে আছি। কাজে গেলে,  ১০ কেজি চাল দেখতে পেতেম। আল্লার রহমতে স্যালাইনের পানি আমাগো একটু দেক। স্যালাইন খাই।”

তার স্বামীর কাজ ও অবস্থান সম্পকে জিজ্ঞাসা করলে বলেন, “আমার স্বামী কৃষি কাজ করে। খাবার বন্দোবস্ত করার জন্য দোকানদারের কাছ থেকে দার করছি। বলছি, যদি আল্লা বাচাইয়া রাখে, বন্যা সাইরা গেলে কাজ-কাম করে শোধ করে দিবো।  আর যদি না পারি, তাহলে দাবি ছাইরা দিস। এছাড়া আর কি করম। আমরা গরিব মানুষ।”

Aila Victim Female Worker, Hamida Begaum2018-11-29T05:02:30+00:00

Bangladesh’s plans and actions sharing by Assistant Director of Environment Ministry

Bangladesh government is trying to mainstreaming the climate change issues in all sectorial ministries, agencies and line agencies ministries

Question: what is the government’s policy on the climate change issue?

Answer: In fact, Bangladesh government is very much keen to address climate change in the national perspective, in the national plans and programs. Bangladesh government has already developed, Bangladesh climate strategy, national plan. Now it is being updated. In 2005, Bangladesh government developed the national adaptation plan of action that we called ‘NAPA’. We already submitted this to UNFCCC  secretary in 2005, and last year we developed and prepared National Climate action Plan.

Now Bangladesh government is trying to mainstreaming the climatic issues in all sectors in  ministries, agencies, line agencies. They try to incorporate this climate issues in vocational curriculum and they try to build awareness within the all stakeholders and all line ministry agencies. And in fact Bangladesh government has identified five or six key ministries who will put be dealing with the climate change issues. For instance, ministry of agriculture, ministry of food and disaster management, ministry of environment forest, minister of health and so on. Bangladesh government has formed a ‘Coordinative Committee’ comprising of all the key ministry and agencies. They will oversee the all activities related to climate change. Recently, last year Bangladesh government has allocated three hundred cores and it is equivalent to 45 million USD dollar from his own resources for climate change activates and projects.

Bangladesh Government is thinking, a multi donor transferred can be created to capture the other’s fund coming from multinational donors. Infect, the minister of forest is coordinating all this issues with other ministry departments and other NGO. Now Ministry of Forest has formed five technical working groups to implement the Bali Action Plan. That was adopted in 2007 in Bali conference. And now this five working group has been working since last year to implement the activities that was incorporated in Bali action plan. Ministry of forest is now dealing with other issues that are related to international negotiations under UNFCCC.

Recently one delegation from the ministry is participating in Bone climate change trips. It is now being held in Bone, Germany. We are trying to attract in the international community to our vulnerability as you know that Bangladesh is one of the most vulnerable country is to climate change. Now we are trying to capture their attention that the international community agrees to support and finance our local people and vulnerable community to adopt climate change.

প্রশ্ন: জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারী নীতি কি?
উত্তর: জাতীয় দৃষ্টিকোণ, জাতীয় পরিকল্পনা এবং উদ্বোধনীতে বাংলাদেশ সরকার অত্যন্ত আন্তরিক। জলবায়ু পরিবর্তনের বিষয়ে, বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বাংলাদেশ জলবায়ু কৌশল, জাতীয় পরিকল্পনা নিয়েছে। বর্তমানে এটির আরো সংস্করণ চলছে। ২০০৫ সালে বাংলাদেশ সরকার জাতীয় কর্মসূচী ‘নাপা’ প্রনয়ন করেছে। আমরা ২০০৫ সালে তা ইউএনএফসিসি এ জমা দিয়েছি। এ বছর আমরা জাতীয় জলবায়ু পরিকল্পনা প্রস্তুত করবো।

এখন বাংলাদেশ সরকার সব মন্ত্রণালয়, সংস্থা, লাইন সংস্থার কর্মসূচীতে জলবায়ু পরিবর্তন বিয়কে মুলধারায় আনার চেষ্টা করছে। বৃত্তিমূলক পাঠ্যক্রমে জলবায়ু বিষয়টি অন্তভূক্ত করার চেষ্টা করছে। সকল স্টেকহোল্ডারের এবং সব লাইন মন্ত্রণালয় সংস্থা, পাঁচ বা ছয়টি মন্ত্রণালয়, যারা সরাসরি জলবায়ু পরিবর্তন বিষয়ের সাথে সরাসরি যুক্ত তাদেরকে এক করার চেষ্টা করছে। যেমন কৃষি মন্ত্রণালয়, খাদ্য ব্যবস্থাপনা মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এক করে বাংলাদেশ সরকার একটি কমিটি পরিচালনা করেছেন। গত বছর বাংলাদেশ সরকার নিজস্ব বাজেট থেকে তিনশত কোটি টাকা বরাদ্দ করেছে, জলবায়ু পরিবর্তন কর্মসুচীকে গতিশীল ও জনপ্রিয় করার জন্য।

আবহাওয়া মাল্টি মানসিক বিষণ্নতা এনে দেয় এমন ওষুধ স্থানান্তরিত বাংলাদেশ সরকারের চিন্তাভাবনা নির্মিত অন্যান্য তহবিল দ্বারা একাধিক জাতীয় দাতাদের পরেরটির মূল্য থেকে আগত বলে ধরা যেতে পারে. সংক্রমিত মন্ত্রী মানুষ বন সমস্ত অন্যান্য মন্ত্রণালয় বিভাগ এবং অন্যান্য এনজিও সঙ্গে এই সমস্যাগুলি হয় সমন্বয়ের. বর্তমানে বন মন্ত্রণালয় পাঁচ প্রযুক্তিগত কাজ দল থেকে দ্বি – বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করেছে গঠিত. যে ২০০৭  দারূণ সম্মেলনে গৃহীত হয়. এবং এখন এই পাঁচটি কাজের গ্রুপ গত বছর পর থেকে কাজকর্মের যে দারূণ কর্ম পরিকল্পনা মধ্যে সঙ্ঘবদ্ধ করা হয়েছিল বাস্তবায়ন হয়েছে কাজ হয়েছে. বন মন্ত্রণালয় অন্যান্য বিষয় আন্তর্জাতিক সমঝোতা সাথে সংশ্লিষ্ট সাথে আচরণ.

সম্প্রতি মন্ত্রণালয় এক প্রতিনিধিদল বোন জলবায়ু পরিবর্তন সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে্। এ সম্মেলনটি জার্মানী অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশের একটি। আমরা এ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকষনের চেষ্টা করবো, যাতে তারা বাংলাদেশের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এসে দাড়ায়। আমাদের আশা, সবার সহয়োগীতায় আমরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিয়োজন করতে পারবো। বাংলাদেশের ক্ষতিগ্রস্থ মানুষ কিছুকটা হলেও তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে।

Bangladesh’s plans and actions sharing by Assistant Director of Environment Ministry2018-11-29T05:03:33+00:00

Research finding, experiences and reality experiences sharing Kamal Uddin, Executive Bangladesh Climate Change Cell

Climate Change is a global issue but it has got impact locally. Everybody knows why climate change is happening, we must have to with the changes! There is no alternatives!

Siraj: What is your research finding centering on Bangladesh?

Kamal Uddin: Well, if you ask about the climate change, let me set out the state first. Climate change is a global issue, but it has got impacts locally. Everybody knows why this climate change is happening. That is due to increased green house gas emission following the industrial revolution during last 250 years. All this green house gas has been emitted into the atmosphere and increase green house gas, has captured heat re-emitted from the earth surface and the global become more warmer. The warmer globe has got climate parameters, changed with erratic behavior of the precipitation, temperature fluctuation and result to gain more floods, more clouds, more cyclones, more storm search, river bank erosion. At the end, the poor people in the poor country are becoming more poor and in the living style they are becoming marginalized and are sufferings the most.

So these are nothing to research right now, because these we can observe with our eyes, we can see that we are having one after another big cyclone and storm. Such our past grains have been eroded through this sort of know, enhanced the disaster events.

Now, regarding the climate change research as you ask about the research, yes, of course we have to do some sort of research, and this research are going on throughout the globe as well as in Bangladesh. We have to discuss, this matter into two different ways. One is to stabiliz the climate system, we must mitigate  our green house gas meaning  we have to stop increase amount of green house gas emission that we are all the countries of the world are negotiating in the COP, that is not conference of the parties under the UNFCCC and this December in Copenhagen.  We expect from the global leadership that the developed countries and the countries which are emission most. They will take measures to reduce their emission and 20 or 50 years time.  All this increase dimension will be reduced and the climate system will destabilize once again that’s what we hope. This is the only way to set the world.

Whatever mitigation, we do right now on, if we mitigate everything, still then, we have to suffer from the hazard more. Because, by this time this green house gas which are locked into the atmosphere, they are already exerting pressure into our weather system, and thus more extreme weathers we are facing and more calamities hazards. So, to get rid of this calamities and the gradual changes, for example due to sea level rise, there are salinity increase into the country side.  That are interfering with our ecosystems, that are interfering with our livelihood systems. And because of this erratic precipitation behavior, there are every chances of impacting in productions, particularly in  rice, wheat and crops.

To get ride of this and to overcome the challenges of the development from the extreme weather events and this changed calamity parameters; we have to do adaptation.  And for this adaptation, we have to first of all identify the impacts of changed climate parameters into respective production system chain.  Then, from those stresses, we could reduce those stresses that measures, we have to identify. For that reason, we have to do climate change adaptation research. That is simply meaning that we have got a risk in future and to treat diseases.  We don’t know, we have to generate this knowledge through research. We have to introduce this new or alternate or adjusted adaptation measures into the production systems. For that purpose, we have conducted six adaptation researches, one for the coastal zone for saline tolerant rise variety and some other suits of crops. Actually our BARI (Bangladesh Agriculture Research Institute), they have invented a variety that can stand in certain amount of salinity.  For example, in early stage, it can tolerate 10 pm and at the growing stage can follow it 6 pm of salinity. So we have actually piloted this variety into the coastal zone to test for farmer’s adaptability and the production. The result was good and we are going to do some more years of practicing, and then we will release it for the extension.

Similarly, we have introduced a short duration rice variety in the Haor basin area of Bangladesh; where flash flood destroys our single crop ‘Buro’ there. So we have introduced a variety that can be harvested 20 days earlier then the present variety. We have tested this for three years already with another organization ‘Centre for Natural Research Studies’. We get very good result. In future, this is actually happening in collaboration with the departmental area extension, and they will take it over in certain time.

We are also practicing the livelihood adaptation with climate change in the drought area in association with FAO. The results we have turn for three years. Results are good. And we will be also promoting this drought resistant variety, so the crops can grow in that area. We have also done a research on crop insurance that is not yet materialized as a mechanism shift in risk, but we have to work more on that.

We have also done two adaptation researches on the health sectors in particular with the ICDDRB with the Cholera; and with the Nixon and BCIS. We have also conducted this to studies and from that where we will now know better about the impacts of the climate change into the common able diseases. That is also going to be in cooperate health sector of the country. So this adaptation research has to be continued along with the impact assessment into the different stages, and steps of the production systems in the changing climate; and accordingly this research results has to be up taken by this sector of the country for scaling up .

Siraj : Just one (more) thing, about housing do you have something (research)?

Kamal Uddin: Well, for the housing of course, I can just tell you, that I know for sure that BRAC University with the IUCN has done a study. This is a practical study of course that in the cyclone prone area how to increase the resilience of house over there, with minimum cost. In my mind,  this was a very good one 10/12 thousand Taka, a small house can be built which is better resilient  the wind. At the same time, the Naval architecture of the BUET, in association with the IUCN, they also improved the strength of the boat that the fisher applying in the Bay of Bengal. Following the climate change,  the Bay of Bengal is remaining rough,  for example, signal number three previously, it was very less!  Now it has increased in last one decade by more than 100%. It means that, the fishermen cannot go for fishing because of the rough weather. Signal number three and their advice not to go, but this fisher cannot stay without going there. So there risks their life and their boat are mostly sank. So following this problem, the research actually found the better way this naval architecture of BUET to make the boat more resilient in this rough weather. That is, the additional cost for this boat  12-15 thousand Taka. It will substantially improve the resilient of boat against this rough sea. So, I can suggest that these two are very good options.

Thank you.

কামাল উদ্দিন
জলবায়ু পরিবর্তন সেল, বাংলাদেশ সরকার (পরিবেশ ও বন মন্ত্রণালয়)

সিরাজ: আপনাদের গবেষণা, চিন্তা আর বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে জানতে চাচ্ছি ।

কামাল উদ্দিন: ধন্যবাদ। যদি আপনি জলবায়ু পরিবর্তন সম্পকে আমাকে জিজ্ঞাসা করেন, তবে আমি প্রথমে বলবো,  জলবায়ু পরিবর্তন একটি আন্তর্জাতিক কারন, কিন্তু স্থানীয়জীবনের ক্ষয়ক্ষতির সঙ্গে যুক্ত। আমরা সবাই জানি, কেন এই জলবায়ু পরিবর্তন ঘটছে, বিগত ২৫০ বছর ধরে  শিল্প বিপ্লবের কারণে, গ্রীন হাউজ গ্যাসে মাত্রারিক্ত নিগর্মনের ফলে, প্রথিবীর বায়ুমন্ডলের তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বাড়ছে। ফলে প্রথিবী ক্রমশ: উত্তপ্ত হয়ে উঠছে। উষ্ণতর পৃথিবীতে অস্বাভাবিক বৃষ্টিপাত, তাপমাত্রা ওঠানামা সঙ্গে অধিক বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন এবং দরিদ্র দেশের দরিদ্র মানুষগুলোর আরো দরিদ্র হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের কারনে।

জলবায়ু পরিবর্তন বিষয়গুলো নিয়ে আমাদের বেশ কিছু গবেষনা রয়েছে। আমরা এখন বড় বড় সাইক্লোন আর দুযোর্গ দেখি, এগুলো আগে কখনো হতো না। জলবায়ু পরিবর্তনের গবেষণা নিয়ে যেহেতু জিজ্ঞাসা করেছেন, সেটা নিয়েই আমি কথা বলতে চাই। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের বেশ কিছু গবেষণা রয়েছে। গবেষণাগুলোকে দুইভাগে ভাগ করা যেতে পারে।  প্রথমটি হলো কিভাবে আবহাওয়া পদ্ধতির স্থিতিশীল করা যায়, কিভাবে ক্ষতিকারক গ্যাস নির্গমন বন্ধ করে পৃথিবীকে সবার জন্য বাসযোগ্য রাখা যায়। এই বিষয়গুলো নিয়ে ইউএনএফসিসিসির অধীনে অনেকগুলো বিশ্ব সম্মেলন হয়েছে। এই ডিসেম্বর কোপেনহেগেনের সম্মেলনে উন্নত দেশ এবং আমাদের সবার সিদ্ধান্ত নিতে হবে যাতে ২০-৫০ভাগ ক্ষতিকারক গ্যাস নির্গমন কমে আসে।

আমরা যদি তা না করতে পারি তাহলে পৃথিবীর অনেক ক্ষতি হবে। ইতিমধ্যে পৃথিবীর যেভাবে ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে তা থেকে রক্ষা করা যাবে না। আরো বিপর্যয় নেমে আসবে, আরো ক্ষতি হবে। ধীরে ধীরে সমুদ্রতলপৃষ্ট আরো জেগে উঠবে, আমাদের জীবন-যাপন হুমকির সম্মুখীন হবে। আমাদের জীবিকা মারাত্নক ভাবে নষ্ট হবে। লবণাক্ততা বৃদ্ধি ফলে অনেক ক্ষতি হয়েছে। অধিক বৃষ্টিপাতের কারণে ফসল,  বিশেষ করে ধান ও গমের ফলন কমে যাচ্ছে।

এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই জলবায়ুর পরিবর্তনের সঙ্গে অভিযোজন প্রক্রিয়া খুজে বের করতে হবে। এই বিষয়ে আমরা বেশ সর্তক। আমরা ফলন প্রক্রিয়া স্বাভাবিক রাখার পথ খুজছি। যাতে নতুন নতুন কোন রোগবালাই আমরা মোকাবেলা করতে পারি , সেটাও আমাদের গবেষণার বিষয়। ভবিষত ঝুঁকি মেকাবেলা করার জন্য আমাদের অবশ্য পথ খুঁজে বের করতে হবে।

কৃষি উত্পাদন ক্ষেত্রে আমাদের ছযটি গবেষনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানান সই আমরা বেশ কয়েকটি প্রজাতি আবিস্কার করেছি। লবনাক্ততার সঙ্গে মানানসই প্রজাতি গুলো এখন উপকূলীয় জেলা গুলোতে পরীক্ষা চলছে। বিরি (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট) এর আবিস্কাকৃত এসব ধান যেমন প্রাথমিক পর্যায়ে ১০ পিপিপি সহনয়োগ্য ছিল এবং ক্রমশ: সহিষ্ণু হয়ে এটা ৬ পিপিপি সহনশীল। গবেষনায় পুরাপুরি সফল হবার পর আমরা এটা কৃষকদের মাঝে চাষের জন্য বিতরণ করবো।

একইভাবে আমরা বাংলাদেশে হাওড় এলাকায় সংক্ষিপ্ত সময়ে আবাদযোগ্য ধানের প্রজাতী আবিস্কার নিয়ে কাজ করছি। আমাদের জলাশয়ে আবাদযোগ্য ‘বোরো ‘ ধানের ২০ দিন আগে এটা কাটা যায়। এটা চালু হতে আরো তিনবছর আমাদের অপেক্ষা করতে হবে। এখন পরীক্ষামূলক আবাদ চলছে। আমাদের ‘ফাও’যোগদান করছে। এ প্রজাতিটি চালু হলে হাওড় এলাকার জলবদ্ধ অঞ্চলের কৃষিক্ষেত্র অভিযোজন অনেকটা সহজ হবে।

স্বাস্থ্যক্ষেত্রে অভিযোজনের জন্য, আমরা কলেরা নিয়ে আইডিডিআরবি এর সঙ্গে কাজ করছি। এছাড়া স্বাস্থ্য ক্ষেত্রে নিক্সন এবং বিসিআইএস সঙ্গে আমরা গবেষণার করছি। এভাবে নানান ভাবে আমরা জলবায়ু পরিবর্তন ও অভিযোজন নিয়ে বিভিন্ন বিষয়ের উপর কাজ করছি।

সিরাজ: আরেকটি বিষয়, অভিযোজিত ঘরবাড়ী নিয়ে কি কোন গবেষনা আছ?

উত্তর. হ্যাঁ, অভিযোজিত পরিবেশে সঠিক ঘরবাড়ী নিয়েও আমাদের গবেষনা রয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আইউসিএন এর যৌথ গবেষনার বেশ উল্লেখযোগ্য। মাত্র ১০-১২ হাজার টাকায় এক স্থায়ীত্বশীল ঘর বানানোর পরামর্শ রয়েছে এ গবেষনায়। এছাড়া আইউসিএন সঙ্গে বুয়েট অ্যাসোসিয়েশন ন্যাভাল আর্কিটেকচার, তারা এমন একটি নৌকা বানিয়েছে যা জলবায়ু পরিবর্তনের ফলে সাগরে ঘটিত প্রতিকুল আবহাওয়া টিকে থাকতে পারে। এটা সত্যি জলবায়ু পরিবর্তনের কারনে জেলেরা আর আগের মতো গভীর সাগরে মাছ ধরতে পারে না। তাছাড়া মাছ ধরার মৌসুমও ছোট হয়ে আসছে। ১২-১৫ টাকা বেশী ব্যয় করে এ নৌকা ব্যবহার করলে জেলেরা প্রতিকুল আবহাওয়া মোকাবেলার পাশাপাশি তাড়াতাড়ি মাছ ধরে ফিরে আসতে পারে। এ গবেষনা গুলো খুবই সময়পোযোগী।

ধন্যবাদ।

Research finding, experiences and reality experiences sharing Kamal Uddin, Executive Bangladesh Climate Change Cell2018-11-29T05:03:42+00:00

Tanim Ahmed | Journalist, The New Age

Need climate justice and proper negotiation. Everything needs to be considered in points of justice and proper negotiation….

First of all, the Bangladeshi government’s commitment regarding adaptation or mitigation which is not really our agenda, but adaptation to for climate change their agenda much of all commitment there. It is not yet of political commitment either, whatever is going on the programs, the government initiatives are mainly driven by foreign quarters or lenders or other agencies involve in the country.

The commitment towards addressing climate change convincingly and properly so that, this is the prevent irreversible climate change is not seen any national forum either. That is the UN negotiations appear to be more about expending business opportunities rather than actually handling or addressing climate change as such and advanced developing countries like China, India, Indonesia who are fast becoming major emitters compare to the USA or European Union. They are seen to be hanged up on their self-narrow interest, claiming that, one country is the largest emitter while the other country claims that perhaps a mission someone else is far how. So and then there is a negotiation of which country should take on the most commitment.

In the end, what happen, are that citizen of rich developed countries or small island developing countries and the sufferers? There is no real sincere commitment towards actually handling the issue globally. That is one side of the matter.

On the other hand, there is the question from Bangladeshi perspective. It is a question of management of fund. Bangladesh is being a leading less developed country. Its previous finance minister of the emergency government agreed to handover the management of climate change funds to World Bank, which all developing countries had actually opposed in Bali and other UN forums. Now Bangladesh agreed to handover Bangladeshi climate change funds to World Bank. Bangladesh has set up a very bad example for the output other least development countries in a very compromising situation. It is a much-occurred position for that. Here, Bangladesh is agreed to allow World Bank, which is not by the way the most climate friendly organization in the world!

They have their own problem. By agreeing to allow World Bank to handle this funds, Bangladesh has actually legitimized World Bank’s position that they should be allowed to handle this funds and act as a secretariat and manage this funds. Although, their management and the way,  than  they earns this fund and the kind of conditions. They will attach to it might be very much retro rental for development of developing countries and the poor countries.

Finally, this issue needs to be seriously considered although there is a substantial portion of the global players trying to handover the funds or the management of this climate change funds to organizations like World Bank. This actually be handled by national committees which should include and must include political establishment the excluded groups, minorities, in all sciences geographic minorities or ethnic minorities or releases minorities. Women and citizens from the indirect cross section of the society whose should be will to reasonable voice in how this fund are spent and managed. That should be case for every country or however those countries choose. And it should not be the set formula that World Bank, would any similar organization, would get to handle or manage all the climate change funds that is going to bad country, that’s another point.

Finally, what I want to mention was the issue of climate refugees! There is not yet to be concrete definition of climate refugees. Whatever happens, whenever people migrate within a country? They trained is to claim that migration was not due to climate change, but more because of economic reasons. So they have been branded as economic refugees rather than climate refugees. It goes to the interest of the developed countries in the world, because they would be least affected. In addition, it goes to the disadvantage of the least developed countries who will be most affected. If there is no concrete definition of climate refugees, one that appropriately accommodates the kind of they recommend that people face in countries like Bangladesh, Tovalu or Maldives. It will be very difficult to claim any kind of compensation or even for move for relocation of climate refugees in other countries, which are not like into, be affected by climate change.

Although, there have been agreements between southern countries to accommodate climate refugees one country to another. However, in Bangladesh, escape or in similar countries were not so obvious by river erosion. Drought and flooding are redeemed say in Africa; where drought is prevalent there climate refugees will face big problems, when it is concerning re location of this refugees all where. It could be in developing country, but obviously it could be understandable that most of  this country’s refugee’s migration would be the movement would be that the development countries. They have some space to these climate refugees. Now, before all that can happen must be internationally. There must be an understanding about the concept of climate refugees of climate migration that I think is very important days for country like Bangladesh.

Tanim Ahmed | Journalist, The New Age2018-11-29T05:06:15+00:00

Experiences Sharing by Setu Riaj | Grassroots Climate Activists, Shushilon, Khulan

The evidences of climate change in Bangladesh are very cleared! We have prominent six seasons before, but presently, we only experience three….

Setu:  We work in grassroots level. We realize, the suffering of people for changing climate. We have faced a number of cyclones like, SIDR, Nargis, Reshmi, Bijlee and Aila! The danger & suffering are linked with climate change. Ten to twenty years before, people’s life and environment were not such  type. Presently from coastal belt, people are migrating to northern area to save their life and livelihood. Sea level is rising and salinity has been increased abruptly and have destroyed the agriculture system, eco-system. Human bodies are now frequently attacked by various diseases.

Siraj: Storm, cyclone, sea level rising; beside these, what type affects are you observing in this Khulna zone ?

Setu: Drinking water crisis very serious! Water aquifer system has been distorted in coastal area. Here, maximum water layers are affected with salinity infusion. So source of drinking water is becoming limited! Nowadays, shrimp cultivation are facing critical crisis for salinity. Tree become week. First time, we thought, because of germ and diseases its happening! Actually it is happening for climate change specially for salinity increase, non-seasonal sudden rain, change of temperature etc. You know, people of this area depend on shrimp cultivation. So this will bring curse of this areas people if we can not stop and or reduce the affects. However we must have to find the way of adaptation to save life and environment.

Siraj: Do you think,  the increasing salinity is linked with the sea level rising?

Setu: It may linked, but this is true sea level rising is one of the most reasons for salinity increase in land!

Siraj: What type affects has been happen in the world heritage Sundarbon during the storm like SIDR, Nargis, Bijli and Aila ?

Setu: In Sundarbon serious danger has been happen! It is said, the loss of Sundarbon can’t be make up with the coming 400 years also. During SIDR, huge number of trees and wild animal killed. You know, Sundarbon is one of the biggest mangrove forest of the world. Because of sea water level rising, mangrove trees will for face for existence, as a result if mangrove distroy, Sundarbon would be destroied!

Siraj:The grassroot people who doesn’t know about climate change, global justice, ozone level, how do they treat causes and situation?

Setu:People of coastal area can’t understand about climate change, especially the rural poor whose life mostly affected. Previously people does not face present type disaster and terminology. Now they face frequently. However they suffer  & look the way to migrated in town and or a better places for life and livelihoods.

You know, people’s income source is getting limited. Poor is becoming more poor. It is now talking, within 30-40 years, most of coastal people may would be bound to migrate another place if present way climate change affects continue in this area. Then, Bangladesh also will face a danger. From now and today, we have to find way and take step to face the climate change effectively.

The evidences of climate change in Bangladesh are very cleared! Before we have prominent six seasons, but now we can understand only three. The duration of winter also has been decreased ! We feel cold only for 15-20 days which was before 2-3 months. Infect, cold season has been decreases and hot has been increased into 8-9 month. This is the impact of climate change. On the other hand, if we observe bio-diversities, we can easily understand, it would be difficult to save wild animal life, if climate change don’t stop and or effective climate change adaptations don’t initiated effectively.

সেতু, খুলনা

আমরা রোট লেবেলে কাজ করি। আমরা দেখি, কাইমেট চেন্জ এর ফলাফল গুলো কিন্তু আমরা এ অনঞ্চলের লোকজন ভোগ করতে শুরু করে দিয়েছি। কিভাবে কাইমেট চেন্জ এর প্রভাব গুলো কিন্তু ইতিমধ্যে চলতছে। আমরা দেখতেছি যে , বিগত সময়ে বা সিডরের পর থেকে যদি ধরি,সিডরের পরপরই আমরা দেখলাম যে, নার্গিস, রেশমি, বিজলি, সর্বশেষ এই আইলা, এগুলোর মানুষকে বড় মানবেতর ভাবে জীবন যাপনের দিকে ঠেলে দিছে। এটা আমরা মনে করতেছি যে, এটা কাইমেট চেন্জ এর একটা ইমপেক্ট। এ ছাড়া পাশাপাশি আরো কিছু কারণ ও ফলাফল আছে। আমরা যদি পর্যালোচনা করি, তবে দেখবো যে, এগুলো অবশ্যই কাইমেট চেন্জ এর কারনে ঘটতেছে। ১০ বা ২০ বছর আগে এ অঞ্চলের লোকজন এভাবে জীবন যাপনের সঙ্গে অভ্যস্থ ছিলো না । অতি সম্প্রতি ঘটে যাওয়া আইলার ঘটনা যদি আমরা দেখি, এখানে উপকূল অঞ্চলে প্রায় ৬টা উপজেলার ৪ টা ইউনিয়ন থেকে সম্পূর্ন লোক সরে আসতে বাধ্য হইছে। এখন কিন্তু পানির যে উচ্চতা বাড়ছে, এখন বার বার কিন্তু বাঁধ ক্ষতিগ্রস্থ হতো না। তারা এর আগে এতটা পানির স্রোত কখনো দেখেনি। এছাড়া আমরা কিন্তু এগ্রিকালচার যদি দেখি সেখানে আগে এগ্রিকালচারে যে ধরনের ফসল হইতো, এখন এগ্রিকালচারে সে ধরনের ফসল হচ্ছে না। আগে এগ্রিকালচারে যে ধরনের রোগ হইতো , এখন সে ধরনের রোগের প্রকোপ দিন দিন বাড়ছে ।

সিরাজ:ঝড়-ঝাপটা, যেমন হঠাৎ করে জলোচ্ছাস বা পানি বৃদ্ধি পাচ্ছে , এ ছাড়াও খুলনায় অঞ্চলে কি ধরনের জলবায়ু পরিবর্তন আপনি লক্ষ্য করছেন ?

সেতু: এখানে সাধারণত এই উপকুলীয় এলাকায় পানীয় জলের সমস্যা সবসময় থাকে। পানির একটা লেয়ার আছে। এখানে পানি ও লবনাক্ততা সঠিক ছিল। এর আগে মানুষ পিএসএফ এর পানি খাইতো। কিন্তু আস্তে আস্তে মিষ্টি পানির যে সঠিক লেয়ার, সেটা কিন্তু আসলে আর পাওয়া যাচ্ছে না। ফলে পানীয় জলের সোর্সটা কিন্তু এখানে কমে গেছে। পাশাপাশি আমরা দেখছি, চিংড়ি শিল্পও হুমকির মুখে পড়েছে। সেখানে আগে কিন্তু হঠাৎ করে বর্ষা হতো না। আপনারা জানেন যে, স্যালাইনিটি যখন হয়,তখন কিন্তু স্যালাইনিটির সঙ্গে হঠাৎ করে বর্ষাও হয়। এই যে মানুষের চিংড়ি মারা যাচ্ছে। এটা মানুষ বলছে ভাইরাস। হঠাৎ করে দেখা যাচ্ছে, চিংড়ি স্যালাইনিটির কারনে অতিরিক্ত তাপমাত্রার কারনে মারা যাচ্ছে। কিন্তু এই মানুষ প্রত্যক্ষ ও পরোভাবে চিংড়ি চাষের উপর নির্ভরশীল। দেখেন সকালবেলা যে লোক ভ্যান চালায়, তারও ওখানে যদি ২ জন ফরিয়া না উঠে ,তাহলে তার আয় হবে না। আবার ওই ফরিয়া কোথা থেকে আসবে, নি:সন্দেহে চিংড়ি চাষই নিয়েই আসবে। সুতরাং তার জীবিকা কিন্তু ওই চিংড়ির সঙ্গেই জরিত। আজকে চিংড়িটাও প্রায় ধ্বংসের মুখে। এটা আগে ভালো ছিল, কিন্তু ৭০ দশকের পর থেকে চিংড়ি আমরা আগের মতো সঠিকভাবে করতে পারছি না। এখন চিংড়ি তেমন ভালোভাবে চাষ করা যাচ্ছে না। পাশাপাশি লবনাক্ততা যেভাবে বাড়তেছে, তাতে ভালোভাবে চাষ করা কষ্টসাধ্য হবে। লবনাক্ততার ফলে আমাদের ফসল ভালো ভাবে হচ্ছে না, বা আমাদের ফসল সহজে নষ্ট হয়ে যায়।

সিরাজ: এই যে,লবনাক্ততা বাড়তেছে ,এটাকে কি সি লেবেল রাইজিং এর সাথে তুলনা করবেন না কি ?

সেতু: হ্যা, আমি লবনাক্ততা বাড়াটা সমুদ্রতলপৃষ্ট উচ্চুহবার সঙ্গে সম্পর্কিত মনে করি। আপনার জানেন, সমুদ্রতলপৃষ্ট বেড়ে গেলে লবনাক্ততার পরিমান ৩৩-৩৫ পিপিপি হয়ে থাকে। এ অঞ্চলে সে পরিমানই দেথা যায়। সমুদ্রতলপৃষ্ট বাড়ার কারনে সমুদ্রের নোনা পানি ডাঙ্গার দিকে এগুচ্ছে । দেখেন, এ অঞ্চলের পানির স্তর গুলোতে এখন মাত্রারিক্ত পরিমান লবনের পরিমান পাওয়া যায়। চারিপাশে লবন পানি ঢুকে গেছে। একটা নিদ্দিষ্ট সময়ের পর খাবার পানি হয়তো এ অঞ্চলে আর পাওয়াই যাবে না। যারা চিংড়ি চাষ করেছে, আমরা তাদেরকে দুষারোপ করেছি, তারা বাধ কেটে, সুইস গেটের মাধ্যমে অপরিকল্পিতভাবে চিংড়ি চাষ করেছে,এর ফলে লবনাক্ততা বাড়তেছে। কিন্তু আসলে, চিংড়ি চাষ না হলেও  মানুষ কি লবনাক্ততা ঠেকাইতে পারবে না।

সিরাজ:আচ্ছা গত বছর নার্গিস হইলো, আগের বছর সিডর হইলো, বিজলি হইলো, আইলা হ্ইলো , এতে ওয়াল্ড হরিটেজ সুন্দর বনের উপর কি প্রভাব পড়েছে ?

সেতু: আমরা সংগ্রাম করছি। বিগত সিডরে সময় সুন্দরবনের যে ক্ষতি হয়েছে , তা আগামী ৪০০ বছরেও পূরণ করা সম্ভব না। পাশাপাশি কয়েকটি প্রলয়ংকারী ঝড় হওয়ার পাশাপাশি টাইডাল চার্জটা হওয়ার কারনে অনেক হরিণ মারা গেছে। কয়েক হাজারের উপর হরিণ নানান প্রজাতির সাপ ও জীবজন্তু উপকূলে ভেসে থাকতে দেখা গেছে। এখণ তো এ অঞ্চলে প্রচুর পরিমানে সাপ। আমি দাকোপে দেখেছি, কয়রায় দেখছি, শরনখোলায় দেখছি, সাপগুলো সুন্দর বন থেকে ভেসে ভেসে এ অঞ্চলে আসতেছে। এই যে আমাদের বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভফরেস্ট এটাও কিন্তু ধ্বংসের মুখে চলে যাচ্ছে। জোয়ার ভাটার পানি উঠানামা ঠিক আছে, কিন্তু সুমদ্র তলপৃষ্ট উপরে উঠার কারণে সবসময় যদি পানি থাকে তাহলে শ্বাসমুলগুলো আর শ্বাস নিতে পারো না, ফলে গাছ মরে যায়। সুন্দরবনের সুন্দরী গাছ যদি মরে যায়, সুন্দর বনতো আর থাকবে না।  কারন সুন্দরবনে ম্যাগ্রোভ প্রজাতির স্পেসিসগুলো সবচেয়ে বেশি। তাই নিউমেটো ফোর এর উপর যখন পানি উঠবে , তখন কিন্তু সেটা আলট্রিমেটলি তাদের সালোকসংশ্লেষন বা জৈবিক প্রক্রিয়া মারাত্নক ভাবে ব্যহত হবে। এবং এই সুন্দরবন ধ্বংস হতে বাধ্য।

সিরাজ: এ অঞ্চলের কৃষক,বা যে সব মানুষ যারা জলবায়ু পরিবর্তন সসম্পকের্ জানে না, গ্লোবাল জাস্টিস বোঝে না, ওজোন স্তর বোঝে না, জলবায়ু পরিবর্তন সম্পর্কে তাদের ধারনা কি? তারা কিভাবে অভিযোজন করছে?

সেতু: উপকূল অঞ্চলের মানুষ আসলে এগুলো বুঝে না, তাদের বোঝার কথাও না। তারা এতটা বোঝবেও না, কিন্তু তারা বিগত ২০ বছর বা ২৫ বছর আগের কথা থেকে আমরা বুঝেছি, তারা এ ধরনের দুর্যোগের সঙ্গে পরিচিত ছিল না। কিন্তু এখন তার মোকাবেলা করছে, সাথে সাথে অনেকে মাইগ্রেটও করছে। কয়রায় দেখেন, বেত কাশি দেখেন, মহেশ্বরীপুর দেখেন, মহারাজপুর দেখেন, সেখান থেকে অনেক লোক কিন্তু শহরের দিকে চলে গেছে। তারা আস্তে আস্তে যেয়ে কিন্তু শহরের জ্যাম বাড়াচ্ছে। পাশাপাশি যারা এ অঞ্চলে আছে , তারা কিন্তু এখানে কোন কাজও করতে পারছে না। সুতরাং তারা কিভাবে বাঁচবে। এখন খুবই ক্রাইসিস মোমেন্ট এর ভিতরের মধ্যে তারা আছে। কিন্তু তারপরও আমরা মনে করি, সমন্বিত প্রয়াস, সমন্বিত উদ্যোগ থাকলে এধরনের ডিজএস্টার মোকাবেলা করা সম্ভব। আরো ৪০ বছর পর সম্ভবত: এ এলাকা বসবাসের অনুপযোগী হয়ে যাবে, যারা আছে তারও হয়তো থাকতে পারবে না। এধরনের কথা কিন্তু আমরা স্বপ্নেও কখনো চিন্তা করি না। কিন্তু সম্ভবত হবে্। আমাদেরকে এখানে থাকতেই হবে। বিকল্প উপায় আমাদেরকে বেছে নিতে হবে।

এখনই যদি এই সমন্বিত উদ্যোগ না নেওয়া যায়, তাহলে হয়তো আগামী ৪০ বছর বা ৩০ বছর পর ব্যাপক আকারে মাইগ্রেশন ঘটবে। সারা বাংলাদেশের উপর একটা চাপ পড়বে। গোটা বাংলাদেশে জলবায়ু পরিবতিত হচ্ছে। আগে আমরা দেখছি মৌসুমি বায়ু, ছয় ঋতুর বাংলাদেশ। এখন কিন্তু আর ছয় ঋতুর বাংলাদেশ নাই। আমরা এখন দেখতে পাই, গরম, বর্ষা আর হচ্ছে শীত। এবং শীতের পরিমানও কমে গেছে। এখন শীত মাএ পনেরদিন কিংবা বিশদিন এই রকম স্থায়ী হয়। খুব বড় আকারের শীত দেখা যায় না। কিন্তু গরমের মাত্রা কিন্তু বেড়ে গেছে। দেশটা কিন্তু আস্তে আস্তে উষ্নতার দিকে এগুচ্ছে। এখন বর্ষা হচ্ছে কিন্তু তারপরও গরম বাড়ছে। সুতরাং এখন বর্ষা এবং গরম এবং গরমের সিজনটা ৮-৯ মাস ব্যাপি হয়ে গেছে। সুতরাং কাইমেট চেন্জ এর যে ইমপেক্ট, এটা কিন্তু আমরা বুঝতে পারছি । পাশাপাশি জৈববচিত্র্যও কিন্তু হুমকির মুখে, অনেক জাতের প্রানী আজ ধ্বংসের পথে।

Experiences Sharing by Setu Riaj | Grassroots Climate Activists, Shushilon, Khulan2018-11-29T05:06:33+00:00

Abdur Razzque | Victim Farmer

Suddenly water came and swept away all over my house, rice and everything….

Question: What’s your name?
Razzak: Abdur Razzak Shakh.

Question: What do you do?
Razzak: I’m a farmer.

Question: How do you lead your life now?
Razzak: With relief, we are living now!

Question: Where are you living?
Razzak: There is one building beside my house, we live there.

Question: What is your experience about Aila storm?
Razzak: Suddenly water came and swept away all over my house, rice everything.

Question: Is there still water?
Razzak: Yes, still there is water at my home!

Question: How long this water may stay?
Razzak: At least 10-15 days.

Question: What is your opinion about reducing and mitigating such kind’s disaster?
Razzak: Only Allah (God) and Government know that.

Question: What kind of problem are you facing now?
Razzak: Crops cannot grow for salinity

Question: What type difficulties are you facing in farming compare to your childhood and present time?
Razzak: In my childhood, crops grow properly, at that time there were no such kind of salinity problem in this area!

Question: Why is not it growing properly now? (Only for salinity?)
Razzak: Yes, salinity has been increased dangerously!

Question: Why salinity is increasing in soil? What is your opinion?
Razzak: It seems, sea is coming ahead! Because of this, sea’s saline water may entering in ground water layers

সিরাজ: আপনার নাম কি?
রাজ্জাক: আব্দুর রাজ্জাক সেন.
সিরাজ: আপনি কি করেন?
রাজ্জাক: আমি একজন কৃষক.

সিরাজ: কিভাবে এখন আপনার পরিবার চালাচ্ছেন?
রাজ্জাক: মাঝে মাঝে রিলিফ পাই তাই দিয়ে চলছি।

সিরাজ: এখন কোথায় আছেন?
রাজ্জাক: আমার বাড়ির পাশে আছে একটা বিল্ডিং সেখানে আমরা থাকছি।
সিরাজ: আমাকে ঝড়ের দিন সম্পকে্ একটু বলবেন প্লিজ?
রাজ্জাক: হঠাৎ অনেক পানি এসেছিল। ঘর বাড়ী, ধানক্ষেত সব ভাসাইয়া নিয়া গেছিল।

সিরাজ: আপনাদের গ্রামে কি এখন পানি আছে?
রাজ্জাক: হ্যাঁ, আছে!

সিরাজ: কতদিন পানি থাকতে পারে?
রাজ্জাক: ১০-১৫ দিনের মত তো থাকবেই।

সিরাজ: কিভাবে এমন দূর্যোগ মোকাবেলা করা যায় বলে আপনি মনে করেন?
রাজ্জাক: শুধুমাত্র আল্লাহ এবং সরকারই জানেন.

সিরাজ: কৃষিকাজে এখন কি ধরনের সমস্যা হচ্ছে?
রাজ্জাক: লবণে জন্য চাষ করা যাচ্ছে না। জমি, পানি সব জায়গায় লবন বেড়ে গেছে।

সিরাজ: আপনার শৈশবো কি এ সমস্যা ছিল?
রাজ্জাক: আমাদের শৈশব কালে শস্য ভালো হতো , এরকম সমস্যা ছিল না।

সিরাজ: কেন এখন এটা হয়?
রাজ্জাক: লবনের জন্য ।

সিরাজ: কেথায় থেকে লবণ বাড়ছে?
রাজ্জাক: সমুদ্র দিন দিন এগিয়ে আসছে। ফলে মাটি আর পানিতে লবন বাড়ছে। সাগর থেকে আসা পানিই এর মুল কারণ।

Abdur Razzque | Victim Farmer2018-11-29T07:32:22+00:00

Abudul Gaffar | Village Physician, Khulna

I saw a catastrophic storm in 1988. But storm ‘Aila’ was more dangerous and harmful than that. This storm killed many people!

Gaffar: The storm had attacked around 3:30 pm. After getting the early warning signal, I went to my house and could see the water had already occupied my home. Instantly, I had decided to send my daughter to a safe place and I had tried to save my assets but failed!

Question: What is your name?
Gaffer: Dr. Abdul Gaffar.

Question: How old are you?
Gaffar: I’m 39 year old.

Question: Have you ever seen such disaster before?
Gaffar: I have seen a storm in 1988. But that one was not catastrophic like Aila! This time huge hazard has happened! The storm of 1988 was less harmful and that killed less people.

Interviewee: Shahjahan Siraj, 28 May 2009. Khulna.

আব্দুল গোফফারের সাক্ষাৎকার

যেদিন ঝড়টা আইছিলো, ঐ দিন বিকাল ৩টা সাড়ে ৩টার দিকে টের পাইলাম। ব্রাকের এক কলিগ আমাকে বললো, ভাই এইদিকে একটু আসেন। তয় আমাকে বললেন- ভাই পানি কি আসবে ? আমি বললাম, আজ আসবো না, কালকে পানি আসবো। আমি আবার ঐ সময় বাসায় ঢুকলাম, বাসায় ঢুকে দেখি, অমার আঙিনা ভরে গেছে। আঙিনা ভরে গেলে, আমি তারাতারি আমার মেয়েটো নিয়ে একটা আশ্রয়কেন্দ্রে পাঠিয়েদিলাম। তারপর আমি, আমার ওয়াইফ আর বাড়িযালা, আমার কিছু কাঠ-কুঠো ছিলো ঐগুলো আর কি ঘরে উঠাই দিলাম। ঘরে উঠাই দেওয়ার পরপরেই ঘরের ভিতর পানি ঢুকে গেল। আমরা বাইরে থাকলাম। বাইরে খাটের উপর খাট দিয়ে আমরা দুজনে থাকলাম।


প্রশ্ন: আপনার কত বয়স ?

আব্দুল গোফফার: আমার বয়স ৩৯ বছর।


প্রশ্ন এই ৩৯ বছর বয়সে এর আগে এরকম ঝড় দেখছেন ?
আব্দুল গোফফার:এর আগে আমি ১৯৮৮ সালে একটা ঝড় হইছিলো। সেই ঝড়ে এতপরিমান মানুষ মরেনি, আর এত ক্ষতি হয়নি।

Abudul Gaffar | Village Physician, Khulna2018-11-29T07:33:43+00:00
Go to Top