Shadon

রাখিলেন সাঁই কূপজল করে ….

Lalon Geeti by Fakir Tuntun Shah

রাখিলেন সাঁই কূপজল করে

আন্দেলা পুকুরে।।

কবে হবে সজল বরষা
চেয়ে আছি সেই ভরসা।
আমার এই ভগ্নদশা যাবে কতদিন পরে।
এবার যদি না পাই চরণ আবার কি পরি ফ্যারে।।

নদীর জল কূপজল হয় বিল বাওরে পরে রয়
সাধ্য কি সে গঙ্গাতে যায় গঙ্গা না এলে পরে।
জীবের তেমনি ভজন বৃথা

তোমার দয়া নাই যারে।।

যন্তর পড়িয়ে অন্তর রয় যদি লক্ষ বছর
যন্ত্র কভূ বাজতে না পারে যন্ত্রীক বিহনে।
আমি যন্ত্র তুমি যন্ত্রী

সুবোল ধরাও আমারে।।

পতিত পাবন নামটি শাস্ত্রে শুনেছি খাঁটি
পতিত না ত্বরাও যদি কে ডাকবে ঐ নাম ধরে।
ফকির লালন বলে ত্বরাও গো সাঁই

এই ভব কারাগারে।।

রাখিলেন সাঁই কূপজল করে ….2018-11-28T07:23:20+00:00

যার পেয়ালা হৃদি কমলা দমেই …

Lalon Geeti by Fakir Tuntun Shah

টুনটুন শাহের অসধারণ লালন গীতি! যার পেয়ালা হৃদি কমলা দমেই হবে উজলা, ভজ মন সুখের কদম এই বেলায়…

যার পেয়ালা হৃদি কমলা দমেই …2018-11-28T07:30:18+00:00

সৎ উদ্দেশ‍্য যদি আল্লাহ নিণর্য় …

“সৎ উদ্দেশ‍্য যদি আল্লাহ নিণর্য় করা হয়, তাহলে সকল ধমর্ে আল্লাহ পাওয়া যায়!…” ফকির নাহিদ শাহের গাওয়া লালন গীতি

“If we search the God truly, we can get God in all religions…” Lalon Geeti by Fakir Nahid Shah.

সৎ উদ্দেশ‍্য যদি আল্লাহ নিণর্য় …2018-11-28T07:30:38+00:00
Go to Top