Amena Banu was telling her experience, wind was getting so furious before the Aila storm. Around eight or nine pm, the storm started and the raindrops were like fireball. If it touches our body, we felt like it is burning our skin. As my daughter had been having fever we moved to other place and after coming back, we saw that nothing was there at my home. My house had been ruined seriously and everything was just destructed. We have never seen such flood on this road. Nevertheless, now it is usual in this road. Now I have only a piece of land only for my livelihood.

Question: Does the salinity in water affect in your daily life?

All the trees are dead. Nothing is alive and cultivable now. So I am getting poorer. I had no cloth for wearing myself. It was a great loss for me. I had nothing. I have lost everything I had. When the wave was getting more strong and higher I instantly took a side behind the tree. After Aila storm, I took shelter in a place and after the storm military came and I got relief from them. They gave me 5000 taka for resilient my house. Now I live hand to mouth.

ঝড় উঠলে পিটপিট করে বাতাস বইতে লাগে। রাত আট-নয়টার দিকতে সেইত ঝড় আর ঝড়, আগুনের মত বৃষ্টি। সেই বৃষ্টি গায়ে পরলে ঠুসা পরে। সকালে আমার মেয়ের চলটা মারলো দোপরের পর থেকে জ্বর আরাম্ভ হলো, তার পরের দিন জ্বর ছাড়ে । জ্বর ছারায়া আমারা বাড়ি আসলাম। আইসা দেহি কিচ্ছু নাই। বিটেবাটা কিছু নাই সব দুয়ে গেছে। এই জায়গায় কোনদিন জল উঠে না। আজ কয় বছর ধরে জল উঠে। এখন আমার অল্প একটো জমি আছে লাগাই পাগাই খাই।

প্রশ্নঃ আইলার পানিতে যে লবণ ছিলো ঐ লবণটা কেমন ক্ষতি করছে।

গাছ গাছালি সব মরে গেছে কিছু আছে নাকি। কিছু নাই। আমার অভাব কাটে না। বেপক ক্ষতি হয়ছে, কিচ্ছু ছিল না। কাপর-চুপর কিচ্ছু ছিল না। ঐ সময় ঐ ঘর-দোয়ার কিচ্ছু ছিলনা।যখন বড় ডেউ তখন ঐ বড় গাছের আড়ালে আমি। গাছের আড়ালে ডোকে গেলাম। ঐ তার পরে আবার মেলেটারি আইলো, যাদের যম্মের ভিটা গেলো তাদের ৫০০০টাকা দিলো আমারেও দিলো। যা গোছাই তাই খাই এইভাবে দিন যায়।