I saw a catastrophic storm in 1988. But storm ‘Aila’ was more dangerous and harmful than that. This storm killed many people!

  • facebook
  • Google+
  • Twitter
  • Gmail
  • LinkedIn

Gaffar: The storm had attacked around 3:30 pm. After getting the early warning signal, I went to my house and could see the water had already occupied my home. Instantly, I had decided to send my daughter to a safe place and I had tried to save my assets but failed!

Question: What is your name?
Gaffer: Dr. Abdul Gaffar.

Question: How old are you?
Gaffar: I’m 39 year old.

Question: Have you ever seen such disaster before?
Gaffar: I have seen a storm in 1988. But that one was not catastrophic like Aila! This time huge hazard has happened! The storm of 1988 was less harmful and that killed less people.

Interviewee: Shahjahan Siraj, 28 May 2009. Khulna.

আব্দুল গোফফারের সাক্ষাৎকার

যেদিন ঝড়টা আইছিলো, ঐ দিন বিকাল ৩টা সাড়ে ৩টার দিকে টের পাইলাম। ব্রাকের এক কলিগ আমাকে বললো, ভাই এইদিকে একটু আসেন। তয় আমাকে বললেন- ভাই পানি কি আসবে ? আমি বললাম, আজ আসবো না, কালকে পানি আসবো। আমি আবার ঐ সময় বাসায় ঢুকলাম, বাসায় ঢুকে দেখি, অমার আঙিনা ভরে গেছে। আঙিনা ভরে গেলে, আমি তারাতারি আমার মেয়েটো নিয়ে একটা আশ্রয়কেন্দ্রে পাঠিয়েদিলাম। তারপর আমি, আমার ওয়াইফ আর বাড়িযালা, আমার কিছু কাঠ-কুঠো ছিলো ঐগুলো আর কি ঘরে উঠাই দিলাম। ঘরে উঠাই দেওয়ার পরপরেই ঘরের ভিতর পানি ঢুকে গেল। আমরা বাইরে থাকলাম। বাইরে খাটের উপর খাট দিয়ে আমরা দুজনে থাকলাম।


প্রশ্ন: আপনার কত বয়স ?

আব্দুল গোফফার: আমার বয়স ৩৯ বছর।


প্রশ্ন এই ৩৯ বছর বয়সে এর আগে এরকম ঝড় দেখছেন ?
আব্দুল গোফফার:এর আগে আমি ১৯৮৮ সালে একটা ঝড় হইছিলো। সেই ঝড়ে এতপরিমান মানুষ মরেনি, আর এত ক্ষতি হয়নি।