Aila Victim

Testimony in Relief Line

So many people had been died and all the houses flooded.

Siraj: Have you ever seen this kind of devastating storm?

No, I have never seen such storm like Aila.

Siraj: What is your name?

My name is Laily. At first, we had seen the water was coming under the bed of my home. Then water had flooded everything from our home. We have nothing now. We are having very tough time now. We have taken a shelter for this time only. There are number of families living on the roadside. You know, there was a mother with a child, has died and unfortunately we could not bury her body, we just covered her body.

Siraj: How did you notice that storm is coming?

We had seen that little water is coming through the pond and asked to each other that what is going on here. At that time, devastating storm had already cleared everything behind us. We could not expect that it would happen! It was our beyond expectation. Everything was submerged and we could not get out of our home. We did not have time to evacuate the house even.

Siraj: Do you know the quantity of salinity in the water after the Aila?

Oh, it is too high than normal quantity. In addition, the color of the water is black which leads to skin diseases. We have never seen such type of water before.

Siraj: Is there salinity in the tube well water also?

Tube well water is also affected after Aila storm by the fatal salinity. One tube well might be free of this out of thousand.

Siraj: How do you fulfill the need of fresh water for drinking and other household work?

There is fresh tube well water far way from our home. We need to go there for the fresh water. In addition, it is very tough job for us.

Siraj: Is trees are affected for this salinity?

There are plenty of trees died and become bitter.

Siraj: Where do you live now?

We live in the cyclone centre of a school.
অনেক লোক মারা গেছে, ভাইস্যা গেছে, ঘর-বাড়ি সব ভাইস্যে গেছে

সিরাজ: এর আগে এমন ঝড় দেখছেন?

এর আগে এমন ঝড় আর পানি দেখিনি। এই নতুন দেখছি।

সিরাজ: আপনার নাম কী?

আমার নাম লাইলি। প্রথম আমরা দেখতে পাইছি যে খাটের তল থেকে পানি আসছে। আমরা খাটের দিক তাকায় রইছি। এরপর দেখি পানি  এসে থালা বাসন সব ভাসায় নিয়ে গেছে। কোনো কিছু নেই এখন। আমরা খুব কষ্টে আছি এখন। এখন আমরা এক জায়গায় আস্তানা নিছি সেই জায়গায় থাকি কোনো ঘর বাড়িতে যাওয়ার কিছু নেই। আমরা কিছু পাচ্ছিও না। আমাদের অনেক কষ্ট। অনেক পরিবার আছে রাস্তার উপরে বাস করে। আর এক মহিলা ছিল বাচ্চা কোলে সে মহিলা মারা গেছে। সেই লাশ আমরা মাটি দিতে পারিনি। কোনোরকম কলার পাতায় বাইন্দে রাখছি।

সিরাজ: যেদিন ঝড় হইল আপনারা কেমনে টের পাইলেন?

আমরা দেখছি যে খাল দিয়ে অল্প অল্প পানি আইছে। কই এত পানি আসে কেন! পিছনের দিক এত তাকাইনি। পিছনের দিক এত তুফানে বাড়ি বাড়ি দিয়ে দিয়ে সব নিয়ে গেছে। আমরা বুজতে পারিনি যে এমন হবে। আমাদের বাড়িতো খালপাড়ে! পিছনের দিকতে তুফানে বাড়ি দিছে তারপর টের পাইছি। দেখি যে গাছ উচা হয়ে গেছে, সব ডুবে যাচ্ছে। যখন এই পানি ঘরের মধ্যে চলে আইসে তখন আর বের হইতে পারতেছিলাম না। অনেক লোক বের হইতে পারেনি।

সিরাজ: পানিতে লবণ কী পরিমান?

আগের থেকে অনেক লবণ বেশি এখন। আর কালো পানি। আর গায়ে লাগলে জ্বলে। আমাদেও চুলকোনি হইছে। এইরকম লবণ পানি আগে দেখিনি।

সিরাজ: কলের পানির মধ্যেও কি লবণ আছে?

আছে। হাজারকার একটা ভাল আর সব খারাপ।

সিরাজ: আগে এমন ছিল?

না, ছিল না। যে কলের পানি মিষ্টি খায়েছি সেটা এহন লবণ হয়ে গেছে। এক বছর বা ছয় মাস আগেও ভাল ছিল।

সিরাজ: এখন এই পানির সমস্যা কেমনে মিটান?

সে দূরে দূরে অনেক কল আছে সেইখান থেকে নিয়ে আসতি হয়, খুব কষ্ট হয়।

সিরাজ: এই লবণ বাইরা যাওয়ার কারণে কি গাছ-পালা মইরা গেছেনি?

প্রচুর গাছ-পালা মরে গেছে। কোনো গাছই তো নেই। সব মরে গেছে। যা গাছ আছে তাও সব তিতা হয়ে গেছে।

সিরাজ: এখন থাকেন কই?

ঐ সাক্লোন সেন্টার স্কুলে। পড়নের কাপড় ছাড়া আর কিছুই বাইর করতে পারি নাই।  সব ভাইস্যে গেছে। মানুষ হাত ধরে টাইনে ধরছে তাই বাইচেছি।