Rofiqul Islam l Shifoltola l Bagerhat

Before Aila storm, we thought it might be a normal storm like before as natural disaster attacks in southern part. However, the early warning signal was significant but we could not understand that devastating storm was going to attack at this area. We expected, this storm would have moved to Cox’s Bazar but from 10 am, morning storm was getting started seriously. Then from 3 to 3:30 pm onwards, the river water had got to start coming through very fast towards us, so we had got to understand that something is going to happen very bad and destructive with us and we had decided to return to our own destinations. The salinity of the water was fatal. All the tress of this area has destroyed after the Aila storm. Shrimp cultivation field has been destroyed and all the houses had fallen down. Domestic animals have died and the environment of the area was degraded. Crops have also destroyed. Our key source of the livelihood is shrimp business. All the shrimpfish was also floated.

আইলা শুরু হওয়ার আগে প্রথম প্রথম তো আমরা ভাবছিলাম যেভাবে দক্ষিণ এলাকায় ঝড়-বৃষ্টি আসে সেইধরনেরই কিছু কিন্তু সংকেত ছিল বড় আকারের, আমরা তো বুঝতে পারিনি যে এদিকটাই হবে। আমরা ভাবছি যে কক্সবাজার বা অন্যদিকে এই ঝড় চলে যাবে আশা করছিলাম। কিন্তু আস্তে আস্তে বাতাস বাড়তে বাড়তে ১০ টার দিকে খুব জোরালোভাবে ঝড় শুরু হয়। এরপর ৩ টে সাড়ে ৩টার দিক থেকে নদীর পানি এমন বেগে আসা শুরু করল যে, সেইসময় বুজা গেল বড় আকারের কোনো ধংসাÍক কিছু হবে; বুঝতে পেরে আমরা যার যার গন্তব্যস্থলে যাওয়া শুরু করি। এবং এই পানির লবনাক্ততা ছিল কঠিন আকারে। আমাদের গ্রামে আইলা আসার পর গাছ-পালা ধংস হয়ে গেছে একদম। ঘের গুলো ধংস হয়ে গেল। এলাকার লোকজনের কাঁচা ঘর-বাড়ি অধিকাংশ সব পড়ে গেল। পরিবেশের বিপর্যয় কঠিনভাবে হল বিশেষ করে গবাদি পশু, গরু-ছাগল সব মারা গেল। মানুষের ভিতর কেমন জানি আতংক ছড়ায় পড়ল। ফসলাদি যা ছিল তাও নষ্ট হয়ে গেল। আমাদের মেইন স¤পদ এই দক্ষিণ এলাকার হচ্ছে চিংড়ি। ফসল কম হয় কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা হয়। এগুলো সব আইলার পানিতে ভেসে গেল।