I had asked my mom that, where is my father? Mother had replied, my father is not to be found out yet!
We were inside our house! After that we went in a room of cyclone shelter! My aunty said, water is coming! Just after her saying, water came and covered the road quickly with flash waves! My brother was died in cyclone center! I lost also my sister, and my father was washed way in water current from my mother loveshake < weeping >! One woman saved my life and gave shelter in a tree after collected me from the river bank! After that one person came and asked me , are you alone? I said, yes! He brought me in the shelter center from the tree shelter! From that cyclone shelter center, my grand mother brought me to my aunty. In that place, I met with mother. I asked mother, where is my father ? Mother said, we are not finding your father!
( The translation follow the talking of girl as she said to catch the emotion )
সেতু আক্তার, এক ভোক্তভোগী শিশু!
আমরা আমাগো ঘরে ছিলাম। তারপর আমরা বায়তুলে একটা ঘরে আইছিলাম। তারপর আমার ফুফু বলে পানি আসছে, আমরা রাস্তায় উঠতে উঠতে পানি আইসা গেল। এরপর সাইক্নোনে যাবার সময় আমার ভাই মারা গেল, আমার বোন হারালাম, আমার মার হাত থেকে আব্বা ছুটে গেল। তারপরে আমি গেলাম। যাওয়ার পরে আমি একটা গাছে ছিলাম। একটা লোক এসে বলল , তুমি এখানে একা। সামনে গাং পাড়ে একজন মহিলা। আমাকে টেনে গাছের উপরে উঠালো। আমি গাছে ছিলাম । সেখান থেকে একটা বেটা আমারে সাইক্নোনে নিয়ে গেল। সেখান থেকে আমার দাদীনি আমার ফুফুর কাছে নিয়ে গেল, এ ইযে তোমার ভাইজি । সেখান থেকে আমার মাইরে পেলাম। মার কাছে জিগাইলাম, আমার বড় আপু কোথায় ? মা বলে , তোমার আপারে পাই নাই। আব্বা কোথায় ? মা বলে, তোমার আব্বারে দেখি নাই।